- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৪
ভুস্বর্গে বিধানসভা ভোটের তোড়জোড় শুরু কমিশনের, প্রকাশিত আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন । শুক্রবার সেখানকার প্রার্থীদের জন্য প্রতীক চিহ্নের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই মর্মে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাধারণত বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে থেকে সাধারণ প্রতীকের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়।
তবে ২০১৪ সালের পর থেকে এযাবৎ কাল রাজ্যে বিধানসভা ভোট হয়নি। বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিল পিডিপির মুফতি মহম্মদ । ২০১৬ সালে তাঁর প্রায়াণের পর ক্ষমতায় আসেন কন্যা মেবেবুবা মুফতি। এরপর ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে সেখানে আর নির্বাচন হয়নি ।
ইসি সূত্রে জানা গেছে,অভিন্ন প্রতীকের জন্য আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত ছিল প্রথম পদক্ষেপ। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধন শুরু করা হবে।
গত বছর, সুপ্রিম কোর্ট কমিশনকে ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত সে রাজ্যে বিধানসভা নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।৫ অগাস্ট, ২০১৯ ৩৭০ ধারা বাতিলকরণ এবং পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে যাওয়ার ফলে আর নির্বাচন করা সম্ভবপর হয়ে ওঠেনি। নির্বাচন কমিশনার রাজীব কুমারের বক্তব্যে খুব শীঘ্রই সে প্রক্রিয়া চালু হওয়ার ইঙ্গিত মিলেছে।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে ভোট পড়েছিল প্রায় ৫৮.৫৮%। নির্বাচন কমিশন জানিয়েছে বিগত ৩৫ বছরের নিরিখে তা একটি রেকর্ড।২০১৯ সালের তুলনায় প্রার্থী সংখ্যা প্রায় ২৩% বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে গণতান্ত্রিক পরিস্থিতি টিকিয়ে রাখতে রাজ্যে বিধানসভা নির্বাচনকে আর বিলম্বিত করতে চায়না কমিশন।
২০২০ সালে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে – জম্মু -কাশ্মীর(একটি বিধানসভা সহ) ও লাদাখ (অ্যাসেম্বলি ছাড়া), ২০২০ সালে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্মাণের জন্য একটি সীমানা কমিশন গঠন করা হয়েছিল। ২০২২ সালের মে মাসের ডিলিমিটেশন আদেশের ফলে কাশ্মীরে ৪৭টি ও জম্মুতে ৪৩টি আসন সহ একটি ৯০ সদস্যের বিধানসভা গঠন হয়। এখনও পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও জম্মু কাশ্মীরের জন্য এই বিধানসভা নির্বাচন কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ার পরবর্তী সময়ে প্রথম ভোট হতে চলেছে। অশান্তি কবলিত রাজ্যে গণতন্ত্রের সুবাতাস বইবে কিনা তা বলবে সময়।
❤ Support Us