- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৪, ২০২৩
জামশেদপুর এফসি–র বিরুদ্ধেও এগিয়ে গিয়েও হারতে হল ইস্টবেঙ্গলকে

আগের ম্যাচে ওডিশা এফসি–র বিরুদ্ধে প্রথমে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল। জামশেদপুর এফসি–র বিরুদ্ধেও এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না ইস্টবেঙ্গল। হারতে হল ২–১ ব্যবধানে। ক্লেইটন সিলভার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে দু’দুটি গোল করে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নিল জামশেদপুর এফসি। একি সঙ্গে প্রথম পর্বে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৯। অন্যদিকে, ১৩ ম্যাচে ১২ পয়েন্টেই আটকে থাকল ইস্টবেঙ্গল।
ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নওরেম মহেশ সিংয়ের শট জামশেদপুর এফসি গোলকিপার বিশাল যাদবের হাত থেকে বেরিয়ে আসে। ফিরতি বল বল জালে পাঠান ক্লেইটন সিলভা। ১৯ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল জামশেদপুরের সামনে। সুবিধাজনক জায়গায় বল পেয়ে সাইড নেটে মারেন বরিস সিং। এরপর ধীরে ধীরে জামশেদপুর। ম্যাচে আধিপত্য রেখেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। অবশেষে ৬১ মিনিটে সমতা ফেরায় জামশেদপুর এফসি। জটলার মধ্যে বল পেয়ে ১–১ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা হ্যারিসন সোয়ার। মিনিট চারেক পর এগিয়ে যেতে পারত জামশেদপুর এফসি। গোললাইন সেভ করে ইস্টবেঙ্গলকে বাঁচান জেরি। ৬৮ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। বেরিয়ে আসা বিশাল যাদবের পাশ দিয়ে বল গোলে ঠেলেছিলেন ক্লেইটন সিলভা। বল গোলে ঢোকার মুখে ছুটে এসে কর্ণারের বিনিময়ে বাঁচান প্রতীক।
৭৩ মিনিটে ইশান পান্ডিতার পা থেকে বল তুলে নিয়ে নিশ্চিত গোল বাঁচান লালহলুদ গোলকিপার শুভম সেন। অবশেষে ৮৫ মিনিটে জয়সূচক গোল পায় জামশেদপুর এফসি। ডানদিক থেকে মাপা সেন্টার করেছিলেন জার্মানপ্রীত সিং। পেছন থেকে উঠে আসা ঋত্বিক দাস গোল করে জামশেদপুরকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন।
❤ Support Us