- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১, ২০২৩
ডিওয়াইএফআই-র ৭ জানুয়ারির ব্রিগেডের অনুমতি নিয়ে জটিলতা।সেনার কাছে নতুন করে আবেদন যুবদের
কোচবিহার থেকে কাকদ্বীপ ইনসাফ যাত্রা ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেড সমাবেশ দিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে ওই দিন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং কলকাতা পুলিশের ম্যারাথন দৌড় থাকায় ওই দিন অর্থাৎ ৭ জানুয়ারি, বুধবার ডিওয়াইএফআই-র ব্রিগেড সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ব্রিগেড সেনাবাহিনীর অধীন। তাই সেনাবাহিনীর কাছে ৭ জানুয়ারির সমাবেশ করতে চেয়ে আবেদন করেছিল ডিওয়াইএফআই।
সেনাবাহিনীর তরফে জানান হয়েছে, ২৬ জানুয়ারির প্রস্তুতির জন্য ৭ জানুয়ারি রেড রোড ও ব্রিগেডে কুচকাওয়াজ রয়েছে। ওই কুচকাওয়াজে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ডিওয়াইএফআই-র তরফে ওই ৭ জানুয়ারির ব্রিগেড সমাবেশের জন্য সময় কিছুটা পিছিয়ে দিয়ে নতুন করে আবার আবেদন করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ৭ তারিখ ডিওয়াইএফআই-র সমাবেশ নিয়ে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে ডিওয়াইএফআই নেতৃত্ব ফের বৈঠকে বসার সম্ভাবনা আছে। এই প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, আমরা চাইব সমাবেশে যাতে বাধা না আসে, যুব সংগঠন নতুন করে আবেদন জমা দিয়েছে।
❤ Support Us