Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২, ২০২৪

একই দিনে জাপানে ১৫৫ বার ভূমিকম্প, মৃত অন্তত ৩০, ক্ষয়ক্ষতি ব্যাপক

আরম্ভ ওয়েব ডেস্ক
একই দিনে জাপানে ১৫৫ বার ভূমিকম্প, মৃত অন্তত ৩০, ক্ষয়ক্ষতি ব্যাপক

একই দিনে জাপানে ১৫৫ বার ভূমিকম্প। মৃতের সংখ্যা অন্তত ৩০। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। জাপানি উদ্ধারকারীরা মঙ্গলবার এই শক্তিশালী আফটারশকগুলির পর ধ্বংসস্তুপে মধ্য থেকে আটকে পড়া এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করার জন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছেম। জানা গেছে অন্তত পক্ষে ৩০ জনেরও মতো মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ে মারা গেছে এবং ধ্বংসের পথ রেখে গেছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একটি দুর্যোগ পরবর্তী একটি বৈঠকের পর তাঁর প্রতিক্রিয়া বলেছেন, “অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটেছে, বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, ভূমিকম্প পরবর্তী দাবানলের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

হোনশুর প্রধান দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত করা ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির ঢেউ এক মিটারেরও বেশি উঁচু ছিল, বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। একটি বড় বন্দরে এর ফলে আগুন লেগে যায়। বহু রাস্তাঘাট ব্যাপক ভাবে ক্ষতির মুখে।

মঙ্গলবার দিনের আলো ফেটার সাথে সাথে, নোটো উপদ্বীপে ধ্বংসের পরিমাণ প্রত্যক্ষ করা যায়। ভবনগুলি এখনও ধোঁয়াচ্ছন্ন, ঘর সমতল এবং মাছ ধরার নৌকাগুলি ডুবে গেছে, বহু নৌকা উপকূলে ভেসে গেছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ৬ জন নিহত হয়েছে যদিও সংখ্যা যে আরও বাড়বে সেটা নিশ্চিত। কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে যে ওয়াজিমা বন্দরে খারাপভাবে আঘাতপ্রাপ্ত সাতজন সহ মোট ২৪ জন মারা গেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!