- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২, ২০২৪
জাপানে বছরের দ্বিতীয় দিনেও বিপর্যয়, টোকিয়োর হানেডা বিমানবন্দরে যাত্রী বিমানে আগুন, উদ্ধারকার তদারকিতে কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রী
বছরের শুরুর দিন প্রবল ভূমিকম্প, তার জেরে সুনামি। বছরের দ্বিতীয় দিনও জাপানে ফের বিপর্যয়। মঙ্গলবার টোকিয়োর হানেডা বিমানবন্দরের রানওয়েতে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রিবাহী বিমানের ধাক্কা লেগে যাত্রিবাহী বিমানটিতে আগুন ধরে যায় । ওই যাত্রী বিমানের ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। জাপানের টোকিয়ো-হানেডা বিমানবন্দরের এই দুর্ঘটনা ঘটেছে। তবে জাপানের সংবাদ মাধ্যম জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ছ’জন ছিলেন। এক জনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন প্রাণ হারিয়েছেন।
#WATCH | A Japan Airlines jet was engulfed in flames at Tokyo’s Haneda airport after a possible collision with a Coast Guard aircraft, with the airline saying that all 379 passengers and crew had been safely evacuated: Reuters
(Source: Reuters) pic.twitter.com/fohKUjk8U9
— ANI (@ANI) January 2, 2024
পৃথিবীতে ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। গত কয়েক দশকে সেখানে তেমন কোনও দুর্ঘটনা হয়নি। সেখানে মঙ্গলবার কী ভাবে এই কাণ্ড হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কার তরফে গাফিলতি, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। দেশের বিভিন্ন উপকূলে সুনামি আছড়ে পড়েছে, তার মধ্যে এই দুর্ঘটনায় আরও বিপাকে সরকার। জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপৎকালীন কন্ট্রোলরুম খুলে সেখানে বসেই তিনি উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছেন।
জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রানওয়েতে যাত্রিবাহী বিমানটি যখন অবতরণ করছিল, তখন এয়ারবাস এ ৩৫০ বিমানটির গতি খুব বেশি ছিল। সে কারণে ধাক্কা খেয়ে তাতে দাউদাউ করে আগুন ধরে যায়। যাত্রিবাহী বিমানটি জাপান এয়ারলাইনসের। ইতিমধ্যে বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের জানলার কাচ ভেঙে আগুনের ফুলকি, ধোঁয়া বেরিয়ে আসছে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। ৭০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
জাপান এয়ারলাইনস বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে উড়ে টোকিয়োর হানেডা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর যে আধিকারিকেরা রয়েছেন, তাঁরা জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে। তাদের বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও তাঁরা খতিয়ে দেখছেন। তবে তাদের বিমানও কোনও না কোনও ভাবে জড়িত, সে বিষয়ে নিশ্চিত বলেই জানিয়েছেন এক আধিকারিক। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
❤ Support Us