Advertisement
  • ভা | ই | রা | ল
  • ফেব্রুয়ারি ৯, ২০২৩

মানব অঙ্গ নিয়ে শিল্পকর্ম, জাপানি ডিজের আজব কীর্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
মানব অঙ্গ নিয়ে শিল্পকর্ম, জাপানি ডিজের আজব কীর্তি

মানদেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে শিল্পকর্ম। অভিনব ভাবনায় তাক লাগিয়ে দিয়েছেন জাপানি এক শিল্পী। সামাজিক প্রচার মাধ্যমের সূত্রে তাঁর এমন অদ্ভুত কীর্তির ভিডিও সামনে আসায় বিস্মিত হয়েছেন অনেকেই। কেউ আবার আসল হাত বা চোখ ভেবে শিউরে উঠেছেন ভয়ে।

জাপানের ডিজে শিল্পী মাসাতাকা শিশিদোর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আনে হংকং-এর একটি সংবাদমাধ্যম। তাতে সিলিকনের নির্মিত মানব অঙ্গের সেই সব প্রতিকৃতি দেখে আসল-নকল ভেদ করা মুশকিল। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিও। বহু মানুষ আজব এই কাণ্ডকারখানা দেখে হয়েছেন বিস্মিত , কেউবা শিহরিত।

ডিজে ডু নামে অধিক পরিচিত শিল্পীর দাবি, ভৌতিক ছবি দেখেই এই সব শিল্পকর্ম বানানোর পরিকল্পনা তাঁর মাথায় আসে। অনেকে তাঁর কাছে নকল মানব অঙ্গ -প্রত্যঙ্গ তৈরিত বরাত নিয়ে আসেন। তাঁর কথায়, এই শিল্পকর্মের বাজারমূল্য নেহাত কম নয়। একটি নকল আঙ্গুলের দাম ১,১৬৬ মার্কিন ডলার। গলায় ঝোলানো মুখ বা গলার দাম ৪৫০০ ডলার। তবে, দাম বেশি হলেও জাপানের বাইরের এই জিনিসের চাহিদা ভালোই।

৩৬ বছর বয়সী ডিজে ডু মানুষের শরীরের নকল অঙ্গ-প্রত্যঙ্গ বানিয়ে এর আগে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন । তাঁর শিল্পকর্ম প্রথম নজরে আসে ২০১৭ সালে, প্রথম অ্যালবাম প্রকাশকালে। সেই অ্যালবামের কভারে স্থান পেয়েছিল তাঁর শিল্পকর্ম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!