- স | হ | জ | পা | ঠ
- জানুয়ারি ২০, ২০২৪
চাঁদে সফল অবতরণ করেও সমস্যায় জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’
বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে সফল জাপান। শুক্রবার মধ্যরাতে চাঁদে সফল অবতরণ করেছে জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’। চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পড়া শিওলি কার্টার নামে এলাকায় অবতরণ করেছে জাপানের চন্দ্রযানটি। তবে জাপানের এই চন্দ্র অভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটি স্পর্শ করলেও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে ‘মুন স্নাইপারে’। ফলে “মুন স্নাইপারের” এই অভিযান কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, মুন স্নাইপারের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এখন ব্যাটারির ওপর নির্ভর করছে যানটি। চন্দ্রপৃষ্ঠে কাজ করতে গেলে সৌরশক্তিই ভরসা। সৌরবিদ্যুৎ ব্যবস্থা কাজ না করলে জাপানের এই মিশন ব্যর্থ হবে। কারণ ল্যান্ডারের ব্যাটারির শক্তি কয়েক ঘণ্টা স্থায়ী থাকবে।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা জানিয়েছে, চন্দ্রযানটি ল্যান্ড করার পরপরই জাক্সার মহাকাশ বিজ্ঞানীরা বুঝতে পারেন, “মুন স্নাইপার”-এর সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। ব্যাটারি শক্তি শেষ হওয়ার আগেই সোলার জেনারেটর ঠিক করার চেষ্টা চালাচ্ছে জাক্সা। জাক্সার গবেষণা বিভাগের প্রধান হিতোশি কুনিনাকা বলেন, ‘এক মাস আগে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল স্লিম। সেই সময় সূর্যের অবস্থান যেখানে ছিল, এখন সেখানে নেই। ফলে সোলার প্যানেলগুলো সৌরশক্তি গ্রহন করতে পারছে না।”
চন্দ্রপৃষ্ঠে অবতরণের কিছুক্ষণ পর স্লিম থেকে সিগন্যাল আসাও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক। গত বছর ৭ সেপ্টেম্বর মুন স্নাইপারের সফল উৎক্ষেপণ করে জাপান। ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশ করে। এটা জাপানের দ্বিতীয় চন্দ্র অভিযান। প্রথম অভিযান ব্যর্থ হয়েছিল। অবতরণ করতে গিয়ে মহাকাশযান ভেঙে পড়েছিল।
❤ Support Us