Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৪

১৫০ উইকেটের মাইলস্টোনে বুমরা, তাঁর দাপটে দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
১৫০ উইকেটের মাইলস্টোনে বুমরা, তাঁর দাপটে দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত

‌বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিন সকালে জীবনের প্রথম দ্বিশতরান তুলে নেন। সকালটুকু বাদ দিলে দ্বিতীয় দিনের বাকি সময়টা দাপট দেখিয়ে গেলেন যশপ্রীত বুমরা। এই দুই ক্রিকেটারের সৌজন্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত। এখন দেখার ভারত এই সুবিধা ধরে রাখতে পারে কিনা। ভারতের ৩৯৬ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে শেষ ২৫৩ রানে। দুরন্ত বোলিং করে ৪৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন বুমরা। একই সঙ্গে পৌঁছে গেছেন ১৫০ উইকেটের মাইলস্টোনে।
দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগেই শেষ হয় ভারতের ইনিংস। আগের দিন ১৭৯ রানে অপরাজিত থাকা যশস্বী জয়সওয়াল ২০৯ রান করে আউট হন। এরপর ব্যাট করতে নামে ইংল্যান্ড। যথারীতি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ওপেনিং জুটিতে ১০ ওভারে ওঠে ৫৯। কুলদীপ যাদব এসে জুটি ভাঙেন। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন ডাকেটকে (‌১৭ বলে ২১)‌। ডাকেট ফেরে গেলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের রাস্তা থেকে সরে আসেননি ক্রলি। অলি পোপ কিন্তু সতর্কভাবে ব্যাটিং করছিলেন। ১১৪ রানের মাথায় আউট হন ক্রলি (‌৭৮ বলে ৭৬)‌। অক্ষর প্যাটেলের বলে দুরন্ত ক্যাচ ধরেন শ্রেয়স আয়ার।
এরপরই তৃতীয় স্পেলে বোলিং করতে এসে ভেলকি শুরু যশপ্রীত বুমরার। প্রথমে তুলে নেন জো রুটকে (‌৫)‌। এক ওভার পরই অলি পোপের (‌২৩)‌ স্টাম্প ছিটকে দেন। সাময়িক প্রতিরোধ গড়ে তোলা জনি বেয়ারস্টোও (‌২৫) বুমরার শিকার। এরপর বেন ফোকস (‌৬)‌ ও রেহান আমেদকে (‌৬)‌ তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন কুলদীপ যাদব। টম হার্টলিকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন বেন স্টোকস। পঞ্চম স্পেলে বোলিং করতে এসে আবার উইকেট বুমরার। এবার ফেরান স্টোকসকে (‌৫৪ বলে ৪৭)‌। স্টোকস বুমরার ১৫০ তম টেস্ট উইকেট। হার্টলিকে (‌২১)‌ তুলে নিয়ে টেস্টে ১০ বার ৫ উইকেটের মাইলস্টোনে পৌঁছন। অ্যান্ডারসনকে (‌৬)‌ ফিরিয়ে ইংল্যান্ডকে ২৫৩ রানে গুটিয়ে দেন বুমরা। কুলদীপ যাদব ৭১ রানে নেন ৩ উইকেট। ৪৫ রানে ৬ উইকেট বুমরার। এটাই দেশের মাঠে তাঁর সেরা বোলিং।
১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ভারত ২৮ রান তুলেছে। ভারতের কাছে অ্যাডভান্টেজ ধরে রাখার লড়াই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!