Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১, ২০২৩

আইপিএল থেকে ছিটকে গেলেন বুমরা, একদিনের বিশ্বকাপেও অনিশ্চিত

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএল থেকে ছিটকে গেলেন বুমরা, একদিনের বিশ্বকাপেও অনিশ্চিত

পিঠের চোটের জন্য গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি যশপ্রীত বুমরা। এবছর একদিনের বিশ্বকাপে খেলতে পারবেন তো?‌ ভারতীয় দলের এই জোরে বোলারকে‌ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আইপিএল থেকে ছিটকে গেছেন বুমরা। শুধু তাই নয়, জুনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না তিনি।

দীর্ঘদিন ধরেই পিঠের চোট সমস্যায় ভুগছেন বুমরা। লোয়ার ব্যাক থেকে তাঁর অস্বস্তি বাড়তে শুরু করে। গত বছর আগস্টে ট্রেস রিঅ্যাকশনে ভুগতে থাকেন বুমরা। সেই থেকেই তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। ভারতীয় দলের মেডিকেল টিম বুমরার চোটের দিকে নজর রাখছিলেন। জানা গেছে তারাই বুমরাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ অক্টোবর–নভেম্বরে ভারতে একদিনের বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর আগস্টে পিঠের চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে যান বুমরা। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম মনে করেছিল চোট ততটা গুরুতর নয়। তাদের পরামর্শেই বুমরাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখা হয়। ২৩ ও ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। আর তাঁর মাঠে নামাটা সমস্যা হয়ে দাঁড়ায়। পুরনো চোটের জায়গায় আবার চোট পান বুমরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে দলে রাখা হলেও চোটের জন্য খেলতে পারেননি। আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তার চোটের জায়গা স্ক্যান করা হয়। তখনই জানা যায় বুমরার চোট খুবই গুরুতর। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি ছিটকে যান। এরপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু হয়। ডিসেম্বরের মাঝামাঝি আবার বোলিং করতেও শুরু করেন। তাঁর বোলিং করা দেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা।

কিন্তু পুরো ফিট না হওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার দলের বাইরে রাখা হয় বুমরাকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি আবার বোলিং শুরু করেন। কিন্তু বোলিংয়ের স্পেল বাড়াতে গিয়ে আবার অস্বস্তি বোধ করেন তিনি। মুম্বইয়ে ফিটনেস ট্রেনিংয়ের সময় ওয়ার্কলোড বাড়াতে গিয়ে আবার নতুন করে সমস্যা তৈরি হয়। চোট আরও বেড়ে যায়। ফলে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে সিরিজ থেকেও ছিটকে যান বুমরা। টিম ম্যানেজমেন্ট চাইছে পুরোপুরি ফিট করেই তারপর বুমরাকে মাঠে নামাতে। আইপিএল থেকে ছিটকে যাওয়ায় সমস্যায় মুম্বই ইন্ডিয়ান্স। তারা বুমরার পরিবর্ত খুঁজতে শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!