Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৮, ২০২৩

নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হল বুমরার, বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হল বুমরার, বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা

অবশেষে পিঠে অস্ত্রোপচার হল বোলার যশপ্রীত বুমরার। আজ নিউজিল্যান্ডে সফলভাবে তাঁর অস্ত্রোপচার হয়েছে। প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় দলের এই জোরে বোলারকে। আইপিএল তো নয়ই, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, সেই ম্যাচেও খেলতে পারবেন না যশপ্রীত বুমরা। এমনকী, অক্টোবরে একদিনের বিশ্বকাপে তাঁর মাঠে নামা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত বছর আগস্ট থেকে পিঠের চোট সমস্যায় ভুগছেন বুমরা। চোটের জন্য সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলতে পারেননি। নির্বাচকরা ভেবেছিলেন টি২০ বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠেবেন। তাই তাঁকে গতবছর টি২০ বিশ্বকাপ দলেও রাখা হয়। বিশ্বকাপের আগে ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলেছিলেন। কিন্তু আবার চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান। তাঁর লোয়ার ব্যাক স্ট্রেস রিয়্যাকশন হয়েছিল। যার ফলে টি২০ বিশ্বকাপ দল থেকে ছিটকে যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে রিহ্যাবের জন্য বুমরাকে নভেম্বরে জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে পাঠানো হয়। ডিসেম্বরের মাঝামাঝি বোলিং শুরু করেছিলেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথমে দলে রাখা হয়েছিল। পরে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ নন বুমরা। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না। বোলিং অনুশীলন বাড়ানোর সঙ্গে সঙ্গেই ব্যথা অনুভব করছিলেন বুমরা। বোর্ড কর্তারা ও বোর্ডের মেডিক্যাল স্টাফরা বুমরার সঙ্গে কথা বলেন। তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা।
বিশ্বকাপের কথা মাথায় রেখেই বুমরার অস্ত্রোপচারে দেরি করল না ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হল। এই মাসটা তিনি নিউজিল্যান্ডেই থাকবেন। বোর্ডের চিকিৎসকরা আশাবাদী, আগস্ট থেকে বোলিং অনুশীলন করতে পারবেন বুমরা। আগস্টে অনুশীলন শুরু করে অক্টোবরে বিশ্বকাপে খেলার মতো ম্যাচ ফিট হবেন কিনা, তা নিয়ে সন্দেহ থাকছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!