- এই মুহূর্তে
- জানুয়ারি ১৭, ২০২২
জাভেদ আখতারকে জন্মদিনে ফারহান আর জোয়ার শুভেচ্ছা

কবি, গীতিকার ও চিত্র নাট্যকার জাভেদ আখতারের আজ জন্মদিন ।৭৭ বছরে পা দিলেন তিনি । এই বিশেষ দিনে বাবাকে বিশেষ শুভেচ্ছা পাঠালেন অভিনেতা ও পরিচালক ফারহান আখতার । পোস্ট করলেন অদেখা একটি ছবি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফারহান এদিন একটি সাদা-কালো পুরনো ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে অল্প বয়সী জাভেদকে । সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি । সঙ্গে একটি নোটে ফারহান লেখেন, ‘এভাবেই আমি সবসময় তোমাকে চিনেছি—চিন্তাশীল, অস্থির, কৌতূহলী এবং অবশ্যই স্বাভাবিকের বাইরে গিয়ে অনুসন্ধান করা। আশা করি তুমি বুঝতে পারো যে কতজনকে এইভাবে চেষ্টা করতে এবং বাঁচতে অনুপ্রাণিত করেছ । শুভ জন্মদিন পা….।’ তাঁর পোস্টে সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায় ।
অন্যদিকে জাভেদ আখতারের মেয়ে, পরিচালক জোয়া আখতারও বাবার একটি স্কেচ পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। বাবাকে ‘সবসমের রাখাল’ বলেও আখ্যা দিয়েছেন জোয়া।
❤ Support Us