- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৮, ২০২৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি–র চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ
প্রত্যাশামতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি–র চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। গ্রেগ বার্কলের জায়গায় তিনি দায়িত্ব নেবেন। ৩০ নভেম্বর বার্কলের মেয়াদ শেষ হবে। পঞ্চম ভারতীয় হিসেবে জয় শাহ আইসিসি–র চেয়ারম্যান হলেন। তাঁর আগে ভারত থেকে আইসিসি–র চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন করেছেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।
২০২০ সাল থেকে আইসিসি–র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নিউজিল্যান্ডের জর্জ বার্কলে। ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। সম্প্রতি আইসিসি–র অন্যান্য সদস্যদের বার্কলে জানিয়ে দেন, তৃতীয় মেয়াদের জন্য তিনি আর দায়িত্ব নিতে ইচ্ছুক নন। জয় শাহ আগেই আইসিসি চেয়ারম্যান পদে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। জয় শাহের কথা ভেবেই হয়তো বার্কলে সরে গেলেন। কারণ, ভোটাভুটি হলে বার্কলের পরাজয় নিশ্চিত ছিল। ২০২২ সাল থেকে আইসিসি–র ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিতে ছিলেন জয় শাহ। এবার সরাসরি চেয়ারম্যান।
২৭ আগস্ট ছিল আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সে তিনি এই পদে বসলেন। আইসিসি–র ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হচ্ছেন। ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব নেবেন। জয় শাহ আইসিসি–র চেয়ারম্যানের দায়িত্ব নিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ শূন্য হবে।
২০০৯ সালে গুজরাট ক্রিকেট সংগঠক হিসেবে প্রশাসক জীবন শুরু করেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হন ২০১৯ সালে। ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। ২০২৫ সাল পর্যন্ত তাঁর মেয়াদ। মেয়াদের আগেই তাঁকে সচিব পদ ছাড়তে হচ্ছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন জয় শাহ।
❤ Support Us