Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২০, ২০২২

জয় শাহের মন্তব্যের জের, বিশ্বকাপে ভারতে খেলতে না আসার হুমকি পাকিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
জয় শাহের মন্তব্যের জের, বিশ্বকাপে ভারতে খেলতে না আসার হুমকি পাকিস্তানের

পরের বছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০২৩ একদিনের বিশ্বকাপের আগেই এই প্রতিযোগিতা হওয়ার কথা। কিন্তু ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে রাজি নয়। পাকিস্তান থেকে নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ আয়োজনের কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জয় শাহের সেই মন্তব্য দুঃখজনক ও বিস্ময়কর বলে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি হুমকি দিয়েছে,
আইসিসি–র প্রতিযোগিতায় ভারতে নাও খেলতে আসতে পারে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‌পরের বছর পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ যে মন্তব্য করেছেন, তা অবাক করার মতো এবং হতাশাজনক। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কিংবা এসিসি–র সভায় আলোচনা না করেই এই মন্তব্য করা হয়েছে। এসিসি–র সভায় সর্বসম্মতভাবে পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সভায় জয় শাহ সভাপতিত্ব করেছিলেন।’‌

ওই বিবৃতিতে ভারতে আইসিসি–র প্রতিযোগিতায় খেলতে না আসার হুমকিও দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌জয় শাহের এই মন্তব্য এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেটে ভাঙন ধরাবে। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে প্রভাব ফেলতে পারে। এবং ২০২৪ থেকে ২০৩১ ক্রিকেট সূচিতেও আইসিসি–র প্রতিযোগিতায় পাকিস্তান নাও খেলতে যেতে পারে।’ বিষয়টি নিয়ে আলোচনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এসিসি–র বোর্ডকে বৈঠক ডাকার জন্য চিঠি দেওয়া হচ্ছে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!