Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ১৮, ২০২২

‘ফেরেশতে’ ছবির শুটিংয়ের ফাঁকে বৈশাখী সাজে জয়া

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম-এর সঙ্গে অভিনেত্রী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ফেরেশতে’ ছবির শুটিংয়ের ফাঁকে বৈশাখী সাজে জয়া

‘ফেরেশতে’ ছবির শুটিং-এর ফাঁকে জয়া আহসান, ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও রিকিতা নন্দিনী শিমু

অভিনেত্রী জয়া আহসান বৈশাখের প্রথম দিনটি কাটালেন একটু অন্যরকম ভাবে । দুই বাংলায় নববর্ষ ঘিরে প্রতিবছর উন্মাদনার পারদ চড়তে থাকে । যদিও বিগত দুই বছর করোনার কারণে উৎসব পালন থেকে বিরত ছিলেন বাঙালি । এবছর যথারিতী সেই খামতি পূরণ করে নেন সকলেই। প্রভাত ফেরি, সাজগোজ, নতুন পোশাক, খাওয়া-দাওয়া, হৈ-হুল্লোড়, নাচ-গান-আবৃত্তির জমাটি হাট । সেলেবিট্রি থেকে আমজনতা প্রত্যেকেই নববর্ষের স্রোতে গা ভাসিয়েছেন।

তবে জয়ার কাছে এ বছর এই বিশেষ দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে। কারণ এ দিন তিনি ইরানি শুটিং ইউনিটের সঙ্গে কাটিয়েছেন । এই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি জয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার শুটিং ইউনিটের সবার পরনে বৈশাখী পোশাক। জয়াও সেজেছিলেন বৈশাখী সালোয়ার-কামিজে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘পুরো ইউনিটের সবাই গায়ে জড়িয়েছিলাম বৈশাখী পোশাক। ভীষণ আনন্দে কেটেছে পুরোটা দিন।’ গত দুই সপ্তাহ ধরে ওই টিমের সঙ্গে ‘ফেরেশতে’ সিনেমার কাজ করছেন জয়া।ইরানি নির্মাতাকে ধন্যবাদ জানিয়ে জয়া আরও বলেন, ‘১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিনে পুরোনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হলো। দিনব্যাপী কাজ করেছি সেই চারুকলা, রমনার বটমূলে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেওয়ার এই বিশেষ দিনে, আহ! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন। এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার ইরানি ইউনিটকে।’

ব্যস্ততার কারণে এতদিন সিনেমার শুটিংয়ের বিষয়ে কিছুই জানাতে পারেননি জয়া। বিস্তারিত তথ্য নিয়ে শিগগিরই হাজির হবেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও জয়া সম্প্রতি কলকাতায় ‘কালান্তর’ নামে নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!