Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১৪, ২০২৩

রাজ্যসভায় জয়ার বচন: অস্কার নিয়ে মেরুকরণ নয়, বিজয়ের সাফল্য গোটা ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যসভায় জয়ার বচন: অস্কার নিয়ে মেরুকরণ নয়, বিজয়ের সাফল্য গোটা ভারতের

এবছর অস্কার পুরস্কারে ভূষিত আরআরআর ছবির ‘নাটু নাটু’ গান এবং দ্য এলিফ্যান্ট হুইসপারার্স ছবি। এনিয়ে খোদ রাজ্যসভাতেই চলছে মেরুকরণের রাজনীতি। দক্ষিণ ভারতের সাফল্য হিসেবে গোটা ব্যাপারটাকে দেখানোর চেষ্টা চলছে সদস্যদের একাংশের তরফে। এই অভিযোগের জবাবে রাজ্যসভায় সরব সাংসদ জয়া বচ্চন। জয়া বলেছেন, অস্কারের মঞ্চে দেশের সাফল্যে একজন ভারতবাসী হিসেবে গর্বিত বোধ করুন। বিষয়টা নিয়ে রাজনীতি করা একবারেই উচিত কাজ নয়।

‘নাটু নাটু’ গান এবং ‘দ্য এলিফ্ল্যান্ট হুইপারার্স’ ছবির অস্কার বিজয়কে ঘিরে রাজ্যসভার সাংসদদের দুটি শিবির পৃথক মতপোষণ করছে। সদস্যদের একাংশের মতে, অস্কার বিজয়কে তাঁরা দক্ষিণ ভারতের বিশেষত তামিলনাড়ুর সাফল্য বলে মনে করছেন। এই শিবিরে রয়েছেন এমডিএমকে সাংসদ ভাইকো। তিনি সুরকার এআর রহমানের অস্কারপ্রাপ্তির প্রসঙ্গ তুলে রহমানকে তামিলনাড়ুর মানুষ হিসেবে আখ্যা দেন। একই সুরে সুর মিলিয়ে এআইএডিএমকে সাংসদ এম থাম্বিদুরাই বলেছেন, দ্য এলিফ্যান্ট হুইসপারার্স ছবির শ্যুটিং হয়েছে তামিলনাড়ুতে। এজন্য তাঁর গর্ব হচ্ছে।

এদিন জয়া বচ্চন রাজ্যসভায় বলেছেন, অস্কার বিজযের কৃতিত্ব গোটা ভারতেরই। এমন নয় যে এটা উত্তর অথবা পূর্বের কৃতিত্ব, পশ্চিম অথবা দক্ষিণের কৃতিত্ব হিসেবেও অস্কারকে সীমাবদ্ধ করা ঠিক কাজ নয়। রাজনীতি না করে অস্কারকে সারা ভারতের সাফল্য মনে করে গর্বিত হোন।

আরআরআর ছবির লে্খক কেভি বিজয়েন্দ্র প্রসাদ রাজ্যসভার সাংসদ। জয়া বচ্চন বলেছেন, বিজয়েন্দ্র প্রসাদ রাজ্যসভায় থাকায় তিনি গর্বিত। সৃষ্টিশীল জগতের অনেক মানুষ এখন রাজ্যসভার সাংসদ। বিষয়টা আগেও যেমন ছিল, এথনও তেমনই আছে।

অস্কার বিজয় প্রসঙ্গে জয়া আরও বলেছেন, এখান থেকেই সবেমাত্র শুরু। ভারতীয় দর্শকদের ধন্যবাদ। আর ভারতীয় সিনেমার বাজার ভারতেই আছে, আমেরিকায় নেই।


  • Tags:

Read by: 94 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!