Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৭, ২০২৪

বসুর প্রয়াণ দিবসে জেবিসিএসএসআর এর স্মরণ অনুষ্ঠান। বিশেষ বার্তা বিজয়ন, নীতিশ, অভিজিৎ সহ বিশিষ্টদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বসুর প্রয়াণ দিবসে জেবিসিএসএসআর এর স্মরণ অনুষ্ঠান। বিশেষ বার্তা বিজয়ন, নীতিশ, অভিজিৎ সহ বিশিষ্টদের

নিউ টাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোসাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠালেন কেরালা এবং বিহারের মুখ্যমন্ত্রী। বুধবার জ্যোতি বসুর ১৫ তম প্রয়াণ দিবসে জ্যোতি বসু নগরে (নিউটাউন) জ্যোতি বসু সেন্টার ফর সোসাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে ‘দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ’ বিষয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সিপিআই(এম)’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম এই সভায় বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পিনারাই বিজয়ন এবং নীতিশ কুমারের। কেরালায় প্রধানমন্ত্রী থাকার কারণে আসতে পারেননি পিনারাই বিজয়ন।

বিজয়ন তাঁর বার্তায় প্রয়াত জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি নিহত হওয়ার পর এবং বাবরি মসজিদ ভাঙার পর বাংলায় সাম্প্রদায়িক হিংসার কোন ঘটনা ঘটতে না দেওয়ার ক্ষেত্রে জ্যোতি বসুর ভূমিকার কথা উল্লেখ করেন। কেরালার মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, ‘‘ইন্দিরা গান্ধির মৃত্যুর পর সারা দেশে যখন দাঙ্গার পরিস্থিতি, বাবরি ধ্বংসের পর যখন সাম্প্রদায়িকতার বিষ গোটা দেশে ছড়িয়ে পড়েছে সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পশ্চিমবঙ্গে একটাও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটতে দেননি। সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে রক্ষা করার ক্ষেত্রে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’’

নীতিশ কুমার তাঁর বার্তায় লিখেছেন, ‘‘পাটনায় একটি অনুষ্ঠান থাকার কারণে জ্যোতি বসু সেন্টার ফর সোসাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে ‘দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনাসভায় উপস্থিত থাকতে পারছি না, যা আমার কাছে আক্ষেপের বিষয়।’’ জ্যোতি বসু নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পঞ্চায়ের ব্যবস্থার কথা উল্লেখ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতিশ কুমার তাঁর বার্তায় লিখেছেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে জ্যোতি বসু গ্রামের উন্নতি এবং গরীব প্রান্তিক মানুষের উন্নতির জন্য যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছেন তা গোটা দেশের কাছে নজির। জ্যোতি বসু আমাদের কাছে আদর্শ।’’

কেরালার মুখ্যমন্ত্রীর বার্তা পড়ে শোনান বিমান বসু। নীতিশ কুমারের বার্তার পড়ে শোনান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও বার্তা পাঠিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, অর্থনীতিবিদ অমিয় বাগচী, প্রভাত পট্টনায়ক, বিশিষ্ট সাংবাদিক পি সাইনাথ। জেবিসিএসএসআরের পক্ষ থেকে বিশিষ্টদের বার্তা পড়ে শোনান দেবাশিষ চক্রবর্তী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!