- দে । শ
- মার্চ ২১, ২০২৩
২০ বছর ধরে মহিলা ফুটবলারদের ধর্ষণ! মারাত্মক অভিযোগ হাইতির প্রাক্তন ফেডারেশন প্রেসিডেন্টের বিরুদ্ধে
জাতীয় মহিলা দলের ফুটবলারদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে হাইতি ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ইয়েভেস জিন–বার্টকে আজীবন নির্বাসিত করেছিল ফিফার এথিক্স কমিটি। সেই নির্বাসনের বিরুদ্ধে জিন–বার্ট কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস–এ আবেদন জানিয়েছিলেন। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস তাঁর ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে সুইস ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে ফিফা।
ফিফা জানিয়েছে, গত মাসে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস–এর রায়কে চ্যালেঞ্জ করার জন্য সুইজারল্যান্ডের সুপ্রিম কোর্টে ইয়েভস জিন–বার্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিতে ফিফার পক্ষ থেকে বলা হয়েছে যে, ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস–এর সিদ্ধান্তে পদ্ধতিগত এবং মৌলিক ত্রুটি রয়েছে। এই কোর্টের প্যানেল ফিফার দেওয়া গুরুত্বপূর্ণ প্রমাণগুলি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তাই ক্রীড়া আদালতের রায় বাতিল করতে এবং মামলাটিকে দ্বিতীয়বার শুনানির জন্য ফেরত পাঠানোর অনুরোধ করা হচ্ছে।’
২০ বছর ধরে হাইতি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন ইয়েভেস জিন–বার্ট। ফেডারেশন প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন। সেই সময় জিন–বার্ট অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করেছিলেন এবং অন্যান্য মহিলা ফুটবলারদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। অভিযোগ পেয়ে ফিফার এথিক্স কমিটি ২০২০ সালের নভেম্বর মাসে জিন–বার্টকে ফুটবল থেকে নির্বাসিত করে এবং তাঁর ১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়। এই নির্বাসনের বিরুদ্ধে এক বছর আগে জিন–বার্ট ক্রীড়া আদালতে আবেদন জানান। ২১ জন সাক্ষী জিন–বার্টের পক্ষে সাক্ষ্য দেন। সেই সাক্ষের ভিত্তিতে ক্রীড়া আদালত জিন–বার্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
❤ Support Us