- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৬, ২০২৩
সম্মতি ছাড়াই রুবিয়ালেসের চুম্বন, চাঞ্চল্যকর দাবি হারমোসোর

তাঁর সম্মতি ছাড়াই স্পেন ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস তাঁকে চুম্বন করেছিলেন। এমনই দাবি করেছেন বিশ্বকাপজয়ী স্পেনের মহিলা মিডফিন্ডার জেনি হারমোসো। এদিকে, স্পেনের মহিলা ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রো’র পক্ষ থেকে রুবিয়ালেসের পদত্যাগ দাবি করা হলেও ইস্তফা দিতে রাজি নন স্পেন ফুটবল ফেডারেশন সভাপতি। তিনি শেষ পর্যন্ত লড়াই করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
ইংল্যান্ডকে হারিয়ে স্পেন মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কারবিতরণী মঞ্চে হারমোসাকে চুম্বন করেছিলেন স্পেন ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় রুবিয়ালেস বলেছিলেন, হারমোসোর সম্মতিতেই তিনি চুম্বন করেছিলেন। রুবিয়ালেসের দাবি উড়িয়ে দিয়ে হারমোসো বলেছেন, ‘রুবিয়ালেস আমাকে দুহাতে জড়িয়ে তাঁর শরীররের কাছাকাছি নিয়ে এসেছিলেন। এবং আমার সম্মতি ছাড়াই আমাকে চুম্বন করেছিলেন। আমি কোনও অবস্থাতেই প্রেসিডেন্টকে জড়িয়ে ধরার চেষ্টা করিনি।’
স্পেনের মহিলা ফুটবল ইউনিয়ন ‘ফুটপ্রো’র পক্ষ থেকে লুইস রুবিয়ালেসের পদত্যাগ দাবি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এইরকম একটা ঘটনা স্পেনের মহিলা ফুটবলের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সাফল্যকে কলঙ্কিত করেছে। এই ঘটনার পর ফুটবল ফেডারেশনে বর্তমান নেতৃত্ব যদি থাকে, তাহলে ফুটপ্রো–তে স্বাক্ষরকারী কোনও ফুটবলার জাতীয় দলের হয়ে খেলবে না।’ পদত্যাগের প্রসঙ্গে রুবিয়ালেস জানিয়েছেন, ‘পদত্যাগ করার কোনও পরিকল্পনা এই মুহূর্তে আমার নেই। একটা নকল ফেমিনিজম কাজ করে। শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব।’
❤ Support Us