- এই মুহূর্তে
- জানুয়ারি ১৯, ২০২২
অভিযোগ, মাওবাদীদের তহবিলে অর্থ। সল্টলেক থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের ব্যবসায়ী

মাওবাদীদের অর্থ সরবরাহের অভিযোগে সল্টলেকে হানা দিয়ে ঝাড়খণ্ডের ব্যবসায়ী মহেশ আগরওয়াল গ্রেফতার করল এনআইএ৷ আজ তাঁকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী সংস্থা ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগ ছিল মহেশ আগরওয়াল ছাড়াও আরও তিন ব্যবসায়ীর বিরুদ্ধে৷ সম্প্রতি তিনজনের গ্রেফতারির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় ঝাড়খণ্ড হাইকোর্ট৷ মহেশ আগরওয়ালের খোঁজে কলকাতায় পৌঁছয় একটি বিশেষ দল এবং মাঝরাতে তাঁর শল্টলেকের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে৷
❤ Support Us