- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ৫, ২০২২
মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বিবাদ, আজ অগ্নিপরিক্ষার সম্মুখীন হবেন হেমন্ত সোরেন!
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গদি নিয়ে টানাটানি, আজ ঝারখন্ডের বিধানসভায় আস্থাভোটেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

চিত্র সংগৃহীত
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গদি নিয়ে টানাটানি, আজ ঝারখন্ডের বিধানসভায় আস্থাভোটেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ঝাড়খন্ডের জনমুক্তি মোর্চা কংগ্রেসের জোট সরকারকে ভেঙ্গে ফেলবার চেষ্ঠা করছে বিজেপি, অভিযোগ করেছিলেন হেমন্ত সোরেন।
আস্থাভোটের জন্য আজ একদিনের বিশেষ অধিবেশন আয়োজন করা হয়েছে। বিজেপি দল ভাঙ্গবার চেষ্ঠা করছে। এই অভিযোগে, জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের ৩০ বিধায়ককে ছত্তীসগঢ়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রবিবার রাতে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনা হয়। রাতেই বিধায়কদের সাথে জরুরি বৈঠক করেন হেমন্ত সোরেন।
মুখ্যমন্ত্রীর গদি নিয়ে বিবাদ আরম্ভ হয়েছিল অগস্ট মাসের শেষ ভাগ থেকেই। হেমন্ত সোরেন বেআইনিভাবে খনি নিজের নামে ইজারা নেওয়ার অভিযোগ করে বিজেপি। এই অভিযোগ জানিয়ে রাজ্যপাল ও জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়। গত সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আসন থাকবে কিনা, তার রায় আছে।
❤ Support Us