Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৮, ২০২৪

ড্রোনে এল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র ‘‌রেস ডে’‌ জার্সি। ঝুলন গোস্বামীর হাতে উদ্বোধন

আরম্ভ ওয়েব ডেস্ক
ড্রোনে এল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র ‘‌রেস ডে’‌ জার্সি। ঝুলন গোস্বামীর হাতে উদ্বোধন

এবছর টাটা স্টিল ২৫কে–র মুকুটে যোগ হয়েছে নতুন পালক। ওয়ার্ল্ড ম্যারাথনের স্বীকৃতি পেয়েছে। গত ৩ বছর ধরেই টাটা স্টিল ২৫কে–র সঙ্গে যুক্ত রয়েছেন ঝুলন গোস্বামী। এবছর তিনি আবার ‘‌কলকাতা–দ্য ফার্স্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেভেল’‌ ম্যারাথনের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার। তাঁর হাত ধরেই বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র ‘‌রেস ডে’‌ জার্সি উদ্বোধন হল।

জার্সি উদ্বোধনে ছিল যথেষ্ট অভিনবত্ব। ড্রোনে হ্যাঙারে ঝুলিয়ে দুটি জার্সি আকাশ থেকে নামিয়ে নিয়ে আসা হয়। সেই জার্সি তুলে দেওয়া হয় ঝুলন গোস্বামীর হাতে। এরপর অনুষ্ঠানে হাজির হওয়া বাকি অতিথিদের সঙ্গে জার্সি উদ্বোধন করেন ভারতীয় মহিলা ক্রিকেটেই এই আইকন। ১৫ ডিসেন্বর ম্যারাথনে আন্তর্জাতিক ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা সল ক্যাম্পবেলের সঙ্গে ঝুলনও হাজির থাকবেন। এছাড়াও থাকবেন অভিনেত্রী কৌশানি মুখার্জি। ‘‌ফান রান’‌–এ অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে দুজনেরই।

বুধবার ‘‌রেস ডে’‌ জার্সি উন্মোচন অনুষ্ঠানে ঝুলন ছাড়াও হাজির ছিলেন টাটা স্টিলের চিফ কর্পোরেট কমিউনিকেশন সিএমও সর্বেশ কুমার, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের টাটা নারায়ণ টিভি, ব্রিগেডিয়ার এ কে দাস (‌ডেপুটি জিওসি, বেঙ্গল সাব এরিয়া)‌, সমরেন্দ্র কুমার (‌সচিব এবং কিউরেটর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল)‌, রাজেশ সিনহা (‌প্রধান সচিব, ক্রীড়া ও আবাসন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার)‌, বিবেক সিং (‌জে.টি. এমডি, প্রোক্যাম ইন্টারন্যাশনাল)‌ এবং প্রশান্ত সাহা (‌আঞ্চলিক পরিচালক, প্রোক্যাম ইন্টারন্যাশনাল)‌।

জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে ঝুলন বলেন, ‘‌টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা বিশ্বের প্রথম ২৫কে গোল্ড লেবেলে পরিণত হয়েছে৷ এটা সত্যিই বিস্ময়কর। ইভেন্টটি যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং সবাই যেভাবে বিভিন্ন বিভাগের জন্য নাম নথিভূক্ত করছে তা দেখে আমি মোটেও অবাক হই না। সমস্ত ফিটনেস উৎসাহী মানুষ, তাদের পরিবার এবং বন্ধুদের নাম নথিভূক্ত করার জন্য এবং রেসের দিনে আমার সাথে রেস শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!