Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • মার্চ ৯, ২০২২

শহর দখল করলেও, ইউক্রেন জিততে পারবেন না পুতিন, হুঁশিয়ারি বাইডেনের

জেলেনস্কির ন্যাটোয় যোগদানের দাবি থেকে সরে আসার ইঙ্গিতে যুদ্ধশেষের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার, রাশিয়া এই নিয়ে কোনও মন্তব্য করে কিনা।

আরম্ভ ওয়েব ডেস্ক
শহর দখল করলেও, ইউক্রেন জিততে পারবেন না পুতিন, হুঁশিয়ারি বাইডেনের

রাশিয়া একটা শহর দখল করে ফেললেও গোটা ইউক্রেন দখল করা পুতিনের স্বপ্নই থেকে যাবে। মস্কোকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভোরবেলায় টুইটারে লিখেছেন, ‘একটা বিষয় পরিষ্কার। ইউক্রেনে কখনওই জয় করতে পারবে না পুতিন। হয়তো কোনও একটা শহর দখল করতে পারেন। কিন্তু কোনও দিনই গোটা দেশটাকে জয় করতে পারবেন না।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, তাঁরা আর ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য জোরাজুরি করবেন না। তাঁর এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির পিছনেই রয়েছে ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের শামিল হতে চাওয়া থেকেই । যদি শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে আসে ইউক্রেন, তাহলে যুদ্ধের সমাপ্তিও হতে পারে।

তবে ন্যাটো সম্পর্কে এহেন মন্তব্যের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদও জানিয়েছেন জেলেনস্কি। মঙ্গলবারই বাইডেন ঘোষণা করেছিলেন, রাশিয়ার থেকে কোনও জ্বালানিই আর নেবে না আমেরিকা। সেই প্রসঙ্গেই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

দেখতে দেখতে প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। বুধবার রাশিয়া চেরনিহিভ, সুমি, খারকভ, মারিওপোল এবং জাপরজিয়া- এই পাঁচ শহরে যুদ্ধবিরতির কথা জানিয়েছে। ওই সময়ে মানবিক করিডর তৈরি করে যাতে সাধারণ মানুষ শহর ছাড়তে পারেন, তাই ওই বিরতি। এমনটাই জানিয়েছে মস্কো।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে প্রবেশ করে রুশ ফৌজ। তারপর থেকেই শুরু হয়েছে ভয়ংকর লড়াই। এরই মধ্যে জেলেনস্কির ন্যাটোয় যোগদানের দাবি থেকে সরে আসার ইঙ্গিতে যুদ্ধশেষের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার, রাশিয়া এই নিয়ে কোনও মন্তব্য করে কিনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!