- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ২, ২০২২
প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা জিতে স্বস্তির হাসি জনির মুখে

দীর্ঘ লড়াই শেষ, অবশেষে স্বস্তি। হলিউডের ‘জ্যাকস্প্যারো’। বিস্তর কাদা ছোঁড়াছুঁড়ির পর শেষপর্যন্ত হলিউড অভিনেতা জনি ডেপের পক্ষেই রায় দিল জুরি। প্রাক্তন স্ত্রী, অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জিতলেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত ‘জ্যাকস্প্যারো’ ডেপ। পাশাপাশি আদালতের নির্দেশে প্রাক্তন স্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১১৫ কোটি টাকা পাবেন ডেপ।
বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তাবড় অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড।অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে মানহানির মামলা দায়ের করেছিলেন জনি ডেপ। শেষপর্যন্ত কয়েক মাসের লড়াই শেষে জয়ী হলেন জনি। তাঁর মতোই এবার স্বস্তিতে ভক্তরা।
আদালতের তরফে জানানো হয়, জনি ডেপের বিরুদ্ধে অ্যাম্বার যে অভিযোগ এনেছিলেন, তা অবমাননাকর এবং মিথ্যে। এর পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছে আদালত। এমন মিথ্যে অভিযোগের জন্য প্রাক্তন স্বামীকে ১১৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অ্যাম্বারকে।
মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তরকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের অভিযোগ ছিল, জনি তাঁকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করতেন। তবে, সেসব অভিযোগ অস্বীকার করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা।
২০১৮ সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্ট–এ একটি উপসম্পাদকীয় লেখেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, পত্রিকায় এ নিয়ে নিবন্ধন লেখায় অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন ডেপ। পরে অ্যাম্বার ১০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে। গত মঙ্গলবার মামলার শুনানি শুরু হয়।
শুনানিতে জুরি দেখতে পান, ২০১৮ সালে লেখা নিবন্ধনে জনির বিরুদ্ধে অ্যাম্বারের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে ছিল। গত ছ’সপ্তাহ ধরে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে। কাঠগড়ায় দাঁড়িয়ে চলে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও। তবে শেষ হাসি হাসলেন জনি ডেপই। শেষে বুধবার গভীর রাতে (ভারতীয় সময়) মামলায় রায় দেয় সাত সদস্যের জুরি। জানায়, ওই লেখায় সত্যিই সম্মানহানি হয়েছে জনির। মামলার রায় শোনার পরই জ্যাকস্প্যারোর প্রতিক্রিয়া, জুরিদের রায় আমাকে জীবন ফিরিয়ে দিল। যদিও অ্যাম্বারের মতে, মেয়েদের প্রতি সুবিচারে বড় ধাক্কা এই রায়।
❤ Support Us