Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৯, ২০২৪

সংসদ ভবনের ‘মকর দ্বার’-এ প্রবেশে নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমের, সংসদ চত্বরে শান্তিপূর্ণ আন্দোলন প্রেস ক্লাবের

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদ ভবনের ‘মকর দ্বার’-এ প্রবেশে নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমের, সংসদ চত্বরে শান্তিপূর্ণ আন্দোলন প্রেস ক্লাবের

নতুন সংসদ ভবন নির্মাণের পর থেকে অনেক কিছুই নবীকরণ করা হয়েছে। আরোপ করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। সি আই এস এফের বাহিনী সংসদ চত্বরে টহল দিচ্ছে। গত বছর সংসদে অধিবেশন চলাকালীন কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা করে । তারপর থেকে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি আঁটোসাঁটো।

তবে বিধিনিষেধ জারি করা হয়েছে সাংবাদিকদের প্রবেশাধিকারেও। সংসদের অন্যতম প্রবেশ দ্বার ‘মকর দ্বার’,সেখানে অধিবেশনের শেষে সাংসদদের বাইট নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন সংবাদকর্মীরা।সংসদের বাইরে তাঁদের যাবতীয় বক্তব্য, ক্ষোভ একেবারে হাতে গরম প্রত্যক্ষ করেন সংবাদমাধ্যমের কর্মীরা এবং তাদের চোখ দিয়ে আপামর জনসাধারণ। তবে সেই দ্বারে এখন থেকে আর সাংবাদিকদের দাঁড়াতে দিচ্ছেননা নিরাপত্তা কর্মীরা।
এহেন নিষেধাজ্ঞা প্রতিবাদে সংসদ চত্বরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সদস্যেরা। তাঁদের দাবি সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিক। তাঁদের এক্স হ্যান্ডেলে ও এই সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে।আপাতত সংসদ কক্ষে অবস্থান বিক্ষোভ চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!