Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৪

কর্তাদের চাপে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো, মোহনবাগানের কোচের দায়িত্বে সেই হাবাস

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্তাদের চাপে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো, মোহনবাগানের কোচের দায়িত্বে সেই হাবাস

জুয়ান ফেরান্দোর কোচিংয়ে চলতি মরশুমে দারুণ শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন। এএফসি কাপে ব্যর্থ হলেও আইএসএলে টানা ৫ ম্যাচে জয়। তারপরই ছন্দপতন। শেষ ৩ ম্যাচে হার। জুয়ান ফেরান্দোর দল গড়া নিয়ে সমালোচনার ঢেউ উঠছিল। তাঁকে সরানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। অবশেষে নিজেই সরে দাঁড়ালেন ফেরান্দো। তাঁর জায়গায় পুরনো ‘‌ঘোড়া’‌, বর্তমানে যিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন, সেই আন্তোনিও লোপেজ হাবাসকে কোচের হটসিটে বসালেন মোহনবাগান সুপার জায়ান্টস কর্তারা।
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ পরিবর্তন করা হল। জুয়ান ফেরান্দো সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় সবুজমেরুণের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। সুপার কাপ থেকেই তিনি হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি। ক্লাবকে গতবছর আইএসএল ও এবছর ডুরান্ড কাপ জেতানোর জন্য জুয়ান ফেরান্দোকে অসংখ্য ধন্যবাদ।’
বলা হচ্ছে জুয়ান ফেরান্দো নিজেই সরে দাঁড়িয়েছেন। আদপে কিন্তু তা নয়। কর্তাদের চাপেই তিনি বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছেন। বলতে গেলে একপ্রকার ছাঁটাই করা হয়েছে ফেরান্দোকে। মোহবাগান কর্তাদের স্বপ্ন ছিল এএফসি কাপ। গ্রুপ পর্বে ভাল শুরু করে ৩ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেছিল। তারপর শেষ ৩ ম্যাচে হার। কর্তাদের প্রত্যাশাপূরণ করতে পারেননি ফেরান্দো। এএফসি কাপে ব্যর্থতার পর থেকেই চাপ বাড়তে শুরু করে এই স্প্যানিশ কোচের ওপর। এরপর আইএসএলে হারের হ্যাটট্রিক। শেষ পর্যন্ত চাপে পড়েই সরে দাঁড়ালেন ফেরান্দো।
আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে একসময় সাফল্য পেয়েছিল এটিকে। ২০১৪ সালে এবং ২০১৯–২০ মরশুমে তিনি দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করেছিলেন। তবে ২০২০–২০২১ মরশুমে খারাপ পারফরমেন্সের জন্য মাঝপথেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। হাবাসকে সরিয়ে জুয়ান ফেরান্দোর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন মোহনবাগান কর্তারা। এবার সেই ফেরান্দোর হাত থেকেই আবার হাবাসের হাতে দায়িত্ব গেল। কলিঙ্গ সুপার কাপই হাবাসের কাছে অগ্নিপরীক্ষা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!