Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩, ২০২৪

রাত গড়িয়ে সকাল, নগরপালের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাত গড়িয়ে সকাল, নগরপালের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের

৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার নগরপালের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানে ডাক দিয়েছিলেন। বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ মিছিল আটকে দেয়। এরপরই জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেয়। রাতভর অবস্থান বিক্ষোভ চলে। মঙ্গলবার সকালেও অবস্থান অব্যাহত।
‘‌ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’‌ লালবাজার অভিযানের ডাক দিয়েছিল। প্রতিবাদী চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে লালবাজার অভিযান করবেন। কোনও রকম সংঘাতে যেতে চান না। সেই মতো কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে মিছিল কিছুটা এগোতেই পুলিশ আটকে দেয়। এরপর জুনিয়র ডাক্তাররা ফিয়ার্স লেনে পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। অতিরিক্ত নগরপাল অশেষ বিশ্বাসসহ একাধিক বড় কর্তা এসে ছাত্রদের সঙ্গে কথা বলেন।
প্রতিবাদী চিকিৎসকরদের দাবি ছিল, তাঁদের লালবাজারে যাওয়ার অনুমতি দিতে হবে। লালবাজারে গিয়ে তাঁরা পুলিশ কমিশনারের সাথে দেখা করে পদত্যাগের দাবি জানাবেন। অথবা পুলিশ কমিশনারকে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। না হলে অবস্থান বিক্ষোভ চলবে। বিক্ষোভকারী চিকিৎসকরা চেয়েছিলেন নগরপাল বিনীত গোয়েল এসে তাঁদের সঙ্গে কথা বলুন। কিন্তু প্রতিবাদী চিকিৎসকদের সঙ্গে দেখা করেননি। রাত দশটা নাগাদ তিনি লালবাজারের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান। প্রতিবাদী চিকিৎসকদের সঙ্গে দেখা করেননি।
সারারাত ধরে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ চলে। সকালেও অব্যাহত। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীও জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে অবস্থান বিক্ষোভের জায়গায় হাজির হন। এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘‌আমাদের টানা ৩৬ ঘন্টা ডিউটি করা অভ্যাস আছে। পুলিশ কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে।’
সোমবার রাতেই সিবিআই–য়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই ব্যাপারে অনিকেত মাহাতো নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘এটা আমাদের নৈতিক জয়। ডাঃ ঘোষের চাকরির অবসান, পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বচ্ছ তদন্ত ও নির্যাতিতার বিচারসহ আমাদের আরও কয়েকটি দাবি রয়েছে। এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং অবস্থান বিক্ষোভ চলবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!