- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩, ২০২৪
বজরংয়ের বিরুদ্ধে বিক্ষোভ জুনিয়র কুস্তিগিরদের, অ্যাড হক কমিটির প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা
ভারতীয় কুস্তি বিতর্কে নতুন মোড়। এবার বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের কাঠগড়ায় তুলল জুনিয়র কুস্তিগিররা। দাবি, বজরংদের জন্য তাদের কেরিয়ার নাকি ক্ষতিগ্রস্থ হচ্ছে। একটা বছর নষ্ট হয়েছে। প্রতিবাদ জানাতে শত শত জুনিয়র কুস্তিগির বুধবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে সামিল হয়েছিল।
এদিন বাস বোঝাই করে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির বিভিন্ন অংশ থেকে কয়েকশ জুনিয়র কুস্তিগির দিল্লির যন্তর মন্তরে হাজির হয়ে প্রতিবাদ জানাতে থাকে। এদের মধ্যে প্রায় ৩০০ জন এসেছিল বাগপতের ছাপরাউলির আর্য সমাজ আখড়া থেকে। অনেকে এসেছিলেন নারেলার বীরেন্দ্র রেসলিং অ্যাকাডেমি থেকে৷ এছাড়া আরও বিভিন্ন জায়গা থেকে জুনিয়র কুস্তিগিরা এসে যন্তর মন্তরে হাজির হয়। সকাল ১১ টা নাগাদ তারা দিল্লির যন্তর মন্তরে হাজির হয়। প্রায় ঘন্টা তিনেক ধরে বিক্ষোভ দেখায়।
তারা যন্তর মন্তরের সামনে ধরণায় বসে পড়ে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। জুনিয়র কুস্তিগিরদের সামলাতে রীতিমতো বেগ পেতে হয় নিরাপত্তা রক্ষীদের। কারন, নিরাপত্তা রক্ষীরা সংখ্যায় অনেক কম ছিলেন। পুলিশের কাছে এই জমায়েতের ব্যাপারে আগাম কোনও খবর ছিল না।
বিক্ষোভকারী জুনিয়র কুস্তিগিররা ব্যানার হাতে স্লোগান দিচ্ছিল। একটা ব্যানারে লেখা ছিল ‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং, তিন কুস্তিগিরের হাত থেকে আমাদের কুস্তি বাঁচাও।’ অন্য একটা ব্যানারে লেখা ছিল, ‘কর দিয়া দেশ কি কুস্তি কো বরবাদ: সাক্ষী, বজরং, ভিনেশ ফোগাট।’
এক বছর আগে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। তাঁরা ব্রিজভূষণের শাস্তির দাবিতে এই যন্তর মন্তরেই আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই জায়গাকেই বেছে নিয়েছে জুনিয়র কুস্তিগিররা।
প্রতিবাদী কুস্তিগিরদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অচলাবস্থা তৈরি হয়েছে ভারতীয় কুস্তিতে। নির্বাচনে জিতে নতুন প্রশাসক কমিটি ক্ষমতায় এলেও সেই কমিটিকে অনিয়মের অভিযোগে নির্বাসিত করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ভারতীয় অলিম্পিক সংস্থাকে তিন সদস্যের অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ দেয়। কুস্তি ফেডারেশনের কাজকর্ম দেখাশোনার জন্য ৩ সদস্যের অ্যাড হক কমিটি গঠন করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা। জুনিয়র কুস্তিগিরদের দাবি, অ্যাড হক কমিটি ভেঙে দিয়ে ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর থেকে নির্বাসন তুলে নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে ১০ দিন সময় দিয়েছে জুনিয়র কুস্তিগিররা। স্থগিতাদেশ তুলে না নিলে পুরস্কার ফেরত দেওয়ার হুমকি দিয়েছেন ২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী অর্জুন পুরস্কার প্রাপক কুস্তিগির সুনীল রানা।
ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে নতুন কমিটি ক্ষমতায় এসেই উত্তরপ্রদেশের গোন্ডাতে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ জাতীয় প্রতিযোগিতা আয়োজনের কথা ঘোষণা করে। এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে নিয়ম মানা হয়নি, এই অভিযোগে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। যার ফলে জাতীয় প্রতিযোগিতা বাতিল হয়ে যায়।
এদিকে, জুনিয়র কুস্তিগিররা যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের অ্যাড হক কমিটি ঘোষণা করেছে যে ৬ সপ্তাহের মধ্যে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হবে। তিন সদস্যের অ্যাড হক কমিটির চেয়ারম্যান ভূপেন্দ্র সিং বাজওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যাড-হক কমিটি তরুণ কুস্তিগিরদের সমস্যা মেনে নিয়েছে। সমস্যাগুলি সমাধান করতে কমিটি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ৬ সপ্তাহের মধ্যে গোয়ালিয়রে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ বিভাগের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করার পরিকল্পনা করেছে।’
❤ Support Us