Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৪, ২০২৪

‌বৃষ্টিতেও অব্যাহত জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ।বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান বাম সমর্থকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বৃষ্টিতেও অব্যাহত জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ।বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান বাম সমর্থকদের

নিম্নচাপের দাপটে শুক্রবার থেকেই কলকাতা জুড়ে বৃষ্টি। তাতেও দমিয়ে রাখা যায়নি জুনিয়র চিকিৎসকদের। শুক্রবার রাতভর দফায় দফায় বৃষ্টি সত্ত্বেও অবস্থান বিক্ষোভ অব্যাহত। শনিবার সকালেও ছবিটা বদলায়নি। যত বাধাবিপত্তিই আসুক, ৫ দফা দাবি না মেটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

রাজ্যের মুখ্য স্বাস্থ্যসচিবসহ অন্যান্য স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ ও অন্যান্য দাবিদাওয়া পূরণের জন্য মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে ধর্না অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। জট কাটাতে সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। বৈঠক করার জন্য বৃহস্পতিবার নবান্ন পর্যন্তও গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাঁদের দাবিমতো বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে সরকার রাজি না হওয়ায় বৈঠক না করেই ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তারপর থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে।

শুক্রবার থেকেই শহর জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তা সত্ত্বেও ধর্নামঞ্চ ছেড়ে যাননি জুনিয়র চিকিৎসকরা। আজ, শনিবার সকাল থেকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাতে অনেকেই ত্রিপল, ক্যাম্প খাট, কাঠের চৌকি পাঠিয়েছেন। ধর্না মঞ্চের সামনে ত্রিপল দিয়ে একাধিক ছাউনি তৈরি করা হয়েছে। সেই ছাউনির মধ্যে বসেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের একটাই কথা, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না। শনিবার বৃষ্টির মধ্যেই অনেকেই খাবার পৌঁছে দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের জন্য।

এদিকে, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ এবং আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তি, তথ্যপ্রমাণ লোপাটে জড়িতদের হেফাজতে নেওয়ার দাবিতে জুনিয়র চিকিৎসকদের মতো শুক্রবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিল বামফ্রন্ট। ফিয়ার্স লেনের অদূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বিশাল লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় বাম কর্মী–সমর্থদের। বৃষ্টির মধ্যেই শুক্রবার রাতভর সেখানেই অবস্থানে বসে রয়েছেন বামেরা। শনিবার সকালেও ছবিটা বদলায়নি। আজ রাত পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!