- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৫, ২০২৪
ইস্তফার পর কেন বিজেপিতে যোগ, বললেন অভিজিৎ
৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন সদ্য ইস্তফা দেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার দুপুরে, নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন তিনি ।
#WATCH | Kolkata, West Bengal | Former Calcutta High Court judge Justice Abhijit Gangopadhyay says, “Maybe on 7th (March) in the afternoon. There is a tentative program, when I will join BJP.” pic.twitter.com/IoMosl7PVJ
— ANI (@ANI) March 5, 2024
আজ সকালেই রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
তারপর নিজের বাড়িতেই সাংবাদিকদের তিনি জানান, রাজ্যের শাসকদলের করা অপমানের জন্যই তিনি বিচারপতির দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন ।
বিচারকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কেন বিজেপিতেই যোগ? এপ্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি তাই সিপিএমে যাইনি। কংগ্রেসেও পরিবারতন্ত্র। আমিই তাই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে । আমি দিন সাতেক আগে ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারপর থেকে কোর্টের কোনও আইনি প্রক্রিয়ায় অংশ নিইনি ।’
❤ Support Us