- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৮, ২০২৩
রাত সোয়া বারোটা পর্যন্ত অপেক্ষা, রেজিস্ট্রার জেনারেলের কাছে সাক্ষাৎকারের নথি চাইলেন বিচারপতি অভিজিৎ
নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানোর রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় এক কথায় সারাদেশের নজর কেড়েছে। সুপ্রিমকোর্টে এই রায় ঘোষণার পর কলকাতা হাইকোর্ট চত্বর থেকে রাজ্য রাজনীতির সমস্ত মহলে আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলেছি, রাত ১২ টার মধ্যে ট্রান্সক্রিপ্ট কপি পাঠাতে। আমি রাত সওয়া ১২ টা পর্যন্ত চেম্বারেই থাকব”।
প্রসঙ্গত বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি বাংলা টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে ব্যাপারে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের অনুবাদ সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেন। সেই সঙ্গে একটি রিপোর্টও পাঠান হয়েছিল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে চেয়েছেন ওই রিপোর্টে কী লেখা হয়েছিল, ট্রান্সক্রিপ্টেই বা কী লেখা হয়েছে।শুক্রবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে জানিয়েছেন, স্বচ্ছতার কারণেই তিনি ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। তাৎপর্যপূর্ণ হল, শুক্রবার শুনানির সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, “ঠিক যে কারণে আমরা মামলাটি অন্য এজলাসে সরানোর কথা বলছি, তা হল শুধুমাত্র ওই ট্রান্সক্রিপ্ট।” প্রধান বিচারপতি এর পরই বলেন, “যাতে প্রকাশ্যে কেউ বলতে না পারেন যে বিচারপতি পক্ষপাতদুষ্ট ছিলেন।” এই ট্রান্সক্রিপ্ট হচ্ছে একটি বাংলা টিভি চ্যানেলে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের অনুবাদ।
এই ট্রন্সক্রিপ্টে ঠিক কী লেখা আছে, সম্ভবত সেটা দেখে ও বুঝে নেওয়ার জন্যই ট্রান্সক্রিপ্ট দেখতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তাঁর এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার শুনানি নির্ধারিত ছিল। তা এদিন শোনেননি বিচারপতি।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে টিভি ইন্টারভিউ নিয়ে। স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এই কোর্টে রিপোর্ট, ইন্টারভিউয়ের তর্জমা, রেজিস্টার জেনারেল, যাবতীয় হলফনামা আজ রাত ১২টার মধ্যে পেশ করুক। রাত সোয়া ১২টা পর্যন্ত আমি আমার চেম্বারে থাকব।” তিনি আরও বলেন, “যে নথিগুলো আজ কোর্টের সামনে পেশ করা হয়েছে, সেগুলো আমি দেখতে চাই। এখনই এই নির্দেশ রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টে পাঠিয়ে পদক্ষেপ করুক।”
❤ Support Us