Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৩

মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক–নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাপসের ১২ অ্যাকাউণ্টের লেনদেন বন্ধ করে দিল ইডি

আরম্ভ ওয়েব ডেস্ক
মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক–নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাপসের ১২ অ্যাকাউণ্টের লেনদেন বন্ধ করে দিল ইডি

প্রাথমিক শিক্ষাপর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ১২ টি অ্যাকাউণ্ট ‘সিজ’ করার নির্দেশ দিয়েছে ইডি। আর্থিক তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, কলেজ সংগঠন এবং সংস্থার বিভিন্ন অ্যাকাউণ্টের মাধ্যমে মানিকের পুত্রের সংস্থা লেনদেনে জড়িত। একই ক্যাটাগরিতে অন্তত দুটি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে মোট ১২ টি অ্যাকাউণ্টের লেনদেন অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইডি। ‘তাপস ভুঁইফোঁড়’ ব্যবসায়ী। কার প্রশ্রয়ে তিনি এত অপকাণ্ড করতেন? নীরব প্রশাসন। এতদিন কোথায় ছিল ইডি ? তাঁদের দায়িত্বে কি গাফিলতি নেই বুঝি ? কেন বিলম্বিত পদক্ষেপ নিতে হচ্ছে ? এরকম প্রশ্ন ওঠা স্বাভাবিকেরর চেয়েও স্বাভাবিক।

আগামী সোমবার তাপসকে আদালতে তোলা হবে। রবিবার দুপুর থেকে প্রায় তিন ঘণ্টা তাঁকে জেরা করে সিবিআই। তদন্তকারী সংস্থাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নিয়োগ কেলেঙ্কারির অন্যতম নায়ক মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। সোমবার তিনি আদালতে ইডি আর সিবিআইকে বলেছেন, দেশে বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। মানিকের স্ত্রী-পুত্রকেও জেলে পাঠানো হোক। নিয়োগ কেলেঙ্কারিতে শুধু মানিক, তাপস নয়, রসি ধরলে মারলে টান আর বহু নাম উপুড় হয়ে ছিটকে পড়বে অনুমান বহুমতের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!