Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২০, ২০২৩

আইনজীবীদের একাংশের ‘আচরণে’ ক্কুব্ধ বিচারপতি মান্থাঃ এরকম চলতে থাকলে সাংবিধানিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে, ক্ষতি হবে সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
আইনজীবীদের একাংশের ‘আচরণে’  ক্কুব্ধ  বিচারপতি মান্থাঃ এরকম চলতে থাকলে  সাংবিধানিক ব্যবস্থা  ভেঙ্গে পড়বে, ক্ষতি হবে সরকারের

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলস বয়কট প্রত্যাহৃত হলেও এখনও সরকারি আইনজীবীদের একাংশের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মান্থা। শুক্রবার বলেছেন, এরকম চলতে থাকলে সাংবিধানিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে। আইনজীবীদের বদলে পুলিশ অফিসারেরা হাজিরা দিচ্ছেন। প্রশাসনিক বক্তব্য পেশ করছেন। এ অবস্থা চলতে পারে না। এতে প্রশাসনের ক্ষতি হচ্ছে।
৯ জানুয়ারি বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীদের একাংশ। পরে বার কাউন্সিলের কয়েকজন সদস্য তাঁর এজলাস বয়কটের প্রস্তাব দেন। বয়কট চলতে থাকে। কোর্ট চত্বরে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। মান্থার এজলাসের বয়কটের পোস্টার পড়ে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এসব ঘটনা নিয়ে ক্ষোভ জানিয়ে প্রশ্ন তোলেন, পোস্তার কারা মেরেছে , কোথায় ছাপা হয়েছে– তা প্রশাসনকে জানাতে হবে। এরপর মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত অংশত প্রত্যাহার করা হয়। তবু সরকারি আইনজীবীদের একাংশকে মান্থার এজলাসে উপস্থিত হতে দেখা যাচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!