- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১০, ২০২৪
বিশ্ব মঞ্চে ১০০ মিটার হার্ডলসে সোনা জ্যোতির, মাত্র ০.১০ সেকেন্ডের জন্য প্যারিসের টিকিট হাতছাড়া

বিশ্ব অ্যাথলেটিক্স মঞ্চে চমকে দিলেন জ্যোতি ইয়ারজি। বৃহস্পতিবার হল্যান্ডের ভুগে হ্যারি শুল্টিং গেমস ২০২৪ অ্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন ভারতের এই অ্যাথলিট। জ্যোতির দুর্ভাগ্য, মাত্র সেকেন্ডের দশমাংশ সময়য়ের জন্য প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েছেন। যদিও এখনও এই ভারতীয় অ্যাথলিটে সামনে প্যারিসে যাওয়ার সুযোগ আছে।
বৃহস্পতিবারই তিনি মরশুমের প্রথম আউটডোর প্রতিযোগিতায় নেমেছিলেন জ্যোতি ইয়ারজি। এশিয়ান গেমসে রুপোজয়ী এই ভারতীয় অ্যাথলিট ১২.৮৭ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার হার্ডলসে সোনা জেতেন। যদিও নিজের সেরা সময়ে পৌঁছতে পারেননি। জ্যোতির সেরা সময় ১২.৭৮। রুপো জিতেছেন হল্যান্ডের হার্ডলার মিরা গ্রুট। তৃতীয় হয়েছেন হল্যান্ডেরই ভ্যান বাস্তে। তিনি সময় নিয়েছেন ১৩.৮৪ সেকেন্ড।
প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেতে গেলে জ্যোতিকে ১২.৭৭ সেকেন্ড সময় করতে হত। মাত্র ০.১০ সেকেন্ডের জন্য আপাতত প্যারিসের ছাড়পত্র পেলেন না। তবে জ্যোতির সামনে এখনও সুযোগ আছে। এই মুহূর্তে বিশ্ব অ্যাথলেটিক্সের ‘রোড টু প্যারিস’–এর তালিকায় ২৬ তম স্থানে রয়েছেন তিনি। প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ৪০ জন দৌড়বিদ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। যার মধ্যে ২৫ জন সরাসরি এন্ট্রি পাবেন। বাকি ১৫ জন সুযোগ পাবেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
জ্যোতি বর্তমানে ভুবনেশ্বরের রিলায়েন্স ফাউন্ডেশন হাই পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন। চীনের চেংদুতে বিশ্ববিদ্যালয় গেমসে ১২.৭৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন জ্যোতি। যা তাঁর জীবনের সেরা সময় ও জাতীয় রেকর্ড। অলিম্পিক বাছাইপর্বের সময় আরও পাঁচটি ইভেন্টে অংশ নেবেন জ্যোতি, যা এই বছরের ৩০ জুন শেষ হবে।
❤ Support Us