Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৩

“স্যর, আমাকে বাঁচতে দিন”, আদালতে ভার্চুয়াল শুনানিতে কাতর আর্তি জ্যোতিপ্রিয়র। “অসুবিধা হলে সেলে চলে যান”, জ্যোতিপ্রিয়কে বললেন বিচারক

আরম্ভ ওয়েব ডেস্ক
“স্যর, আমাকে বাঁচতে দিন”, আদালতে ভার্চুয়াল শুনানিতে কাতর আর্তি জ্যোতিপ্রিয়র। “অসুবিধা হলে সেলে চলে যান”, জ্যোতিপ্রিয়কে বললেন বিচারক

শারীরিক অসুস্থতার ফলে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ভার্চুয়ালি তাঁকে আদালতে পেশ করানো হয়। শুনানি শুরু হতেই বিচারক মন্ত্রী কেমন আছেন জানতে চান। জিজ্ঞেস করেন, ‘‘কী সমস্যা রয়েছে আপনার?’’ বিচারকের প্রশ্ন শুনেই জ্যোতিপ্রিয়ের কাতর আর্তি, “আমাকে বাঁচতে দিন।” বিচারক তাঁর কথা শোনার পর জানালেন, চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন। তবে বৃহস্পতিবারও আদালতে জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়।

গত ২৬ অক্টোবর মাঝ রাতে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তার পর অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় আদালত। হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে ইডির হেফাজতে যান জ্যোতিপ্রিয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার তাঁকে সশরীরে আদালতে হাজির করানো হয়নি। ভার্চুয়াল শুনানি শুরু হতে বিচারক প্রশ্ন তাঁকে করেন, “কী সমস্যা হচ্ছে আপনার? যেখানে আপনি বসে রয়েছেন, আপনার কী সমস্যা হচ্ছে? সমস্যা হলে ওঁকে নিয়ে যেতে পারেন।”  জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “৩৫০ সুগার। হাত পা কাজ করছে না। বাঁচতে দিন আমায়।”

বৃহস্পতিবার শুনানি চলাকালীন জ্যোতিপ্রিয় বলেন, আমি আইনজীবী। হাইকোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের সদস্য। আমার পায়ের সমস্যা হচ্ছে। ৩৫০-এর বেশি সুগার। হাত পা কাজ করছে না। স্যর আমাকে বাঁচতে দিন। আমি আইনজীবী। কলকাতা হাইকোর্টে ও ব্যাঙ্কশাল কোর্টের বারের সদস্য। তার পর তিনি আরও কিছু বলছিলেন। তখন তাঁকে থামিয়ে দিয়ে বিচারক বলেন, মিস্টার মল্লিক, আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ার সম্পর্কে অবগত আছেন ধরে নেওয়া যায়। এক জন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত। আপনার অসুবিধা হলে আপনি সেলে চলে যেতে পারেন।

তখন ইডির আইনজীবী বলেন,  জেলে গিয়ে আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে জেরার আবেদন করতে চাই। জেলে জেরার সময় ডিজিটাল জ্যাজেট  ব্যবহারের আবেদন করছি। জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতে নেওয়ার আবেদনও করছি।

তখন জ্যোতিপ্রিয়ের আইনজীবী বলেন, জ্যোতিপ্রিয় ,মল্লিক সুস্থ নন। তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত। থার্ড স্টেজে রয়েছেন। সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন করছি। খাট এবং টেবিল দেওয়ার আবেদন জানাচ্ছি জেল কোডে থাকলে।
তখন বিচারক বলেন,  সেটা জেলের এক্তিয়ার।
তবে ইডির আবেদন মতো জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরার অনুমতির বিষয়ে এখনও কিছুই জানাননি বিচারক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!