Advertisement
  • দে । শ
  • মে ২৮, ২০২৪

বিস্মৃত জ্যোতিপ্রিয়? প্রচারে কারো মুখে নাম নেই

আরম্ভ ওয়েব ডেস্ক
বিস্মৃত জ্যোতিপ্রিয়? প্রচারে কারো মুখে নাম নেই

রইল বাকি এক দফা। সপ্তম দফা। সব দলই তার প্রার্থীর সমর্থনে প্রচারের সুর সপ্তমে চড়িয়েছ। তার মাঝে বেসুরো ‘‌রেমাল’‌। ঘুর্ণিঝড় রেমাল এর অভিঘাত ছিল আবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা। বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্যবাসী বললে ভুল হবে, গোটা দেশ খোঁজ রাখছে এই কেন্দ্রের ওপর। সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রকে তারকা কেন্দ্র করে তুলেছে। এবারে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতাদের সামনে বড়ো চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জির বিশ্বস্ত বালু মল্লিক (‌জ্যোতিপ্রিয়)‌ জেলে। বালুর খাস লোক শেখ শাজাহান জেলে। শেখ শাজাহানের ডান হাত শিবু হাজরা জেলে। বলতে গেলে উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারি যাদের হাতে ছিল তাদের হাতেই হাতকড়া। তার ওপর ব্যারাকপুর শিল্পাঞ্চলের ২ ভোট কারিগর শিলভদ্র দত্ত, অর্জুন সিংরা পদ্ম শিবিরের প্রার্থী।

এবার উত্তর ২৪ পরগনার ৫ টি লোকসভা ভোট পরিচালনায় এবার তৃণমূলের সুজিত বসু,নারায়ণ গোস্বামী, রথীন ঘোষ, হাজি নুরুল, পার্থ ভৌমিক প্রমুখদের  কাঁধে গুরুদায়িত্ব। এবারে ভোট প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বেবাক ভুলে গেছেন তাঁর রাজনৈতিক সতীর্থরা। কোথাও ভুলেও তাঁর নাম উচ্চারণ করছে না তৃণমূল‌। এমনকী দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিও বালু নাম মুখে নেন নি উত্তর ২৪ পরগনার জনসভাতে। বালু নিশ্চয় জেলের ভেতরে সে খবর পেয়ে গেছেন। যে জেলায় বলতে গেলে নিজের হাতে সংগঠন তৈরি করেছেন জ্যোতিপ্রিয় সেই মাটিতেই তাঁর নাম কেউ নেয় না।

একদিন যার চোখ দিয়েই মমতা গোটা উত্তর ২৪ পরগনা দেখতেন  সেই বালুর অনুপস্থিতি নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। কী নির্মম পরিহাস!‌ আর শেখ শাজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার নিজ ভূমে ব্রাত্য। বালু , শাজাহানদের ‘‌সজানো বাগান শুকিয়ে গেছে’। সুজিত, নারায়ণ, রথীন, পার্থ, হাজি নুরুলরা কী পারবেন সেই বাগানকে আবার ‘‌সবুজ’‌ করে তুলতে?‌ সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!