Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১০, ২০২৩

রাজধানীতে অনশনে কবিতা, যোগ দিচ্ছে বিরোধী ১২ দল। গরহাজির কংগ্রেস। মহিলা সংরক্ষণ বিলের দাবি জানানোর জন্যই হেনস্থা, অভিযোগ কেসিআর কন্যার

ওয়েবনারে দেশের মহিলাদের অগ্রগতির খতিয়ান তুলে ধরে পাল্টা যুক্তি পেশ মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীতে অনশনে কবিতা, যোগ দিচ্ছে বিরোধী ১২ দল। গরহাজির কংগ্রেস। মহিলা  সংরক্ষণ বিলের দাবি জানানোর জন্যই হেনস্থা, অভিযোগ কেসিআর কন্যার

মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজধানীতে অনশনে বিআরএস নেতা  কে  কবিতা। তাঁর সঙ্গে রয়েছেন  ১৮ বিরোধী দল।যদিও দিল্লির যন্তর মন্তরে  ধর্না মঞ্চে ১২ রাজনৈতিক দলের প্রতিনিধিদের যোগ  দিয়েছেন। এছাড়াও কয়েকজন নির্দল সদস্য আন্দোলনে যোগ দেবেন। কংগ্রেস  আন্দোলনে যোগ  দেয়নি। যা  বিজেপি  বিরোধী  ঐক্যের ভবিষ্যতকে সংশয়ান্বিত করে তুলেছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর কন্যা আইনসভায় মহিলাদের সংরক্ষ্ণ নিয়ে বরাবরই সরব। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন,  প্রতিশ্রুতি সত্ত্বেও ২০১৪ ও  ২০১৯ এর লোকসভা ভোটে একক  সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিল পাস করায়নি কেন্দ্রের বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিল  মেয়েদের রাজনৈতিক  ও সামাজিক ক্ষমতায়নের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল । কিন্তু  দীর্ঘদিন ধরে বিলটিকে  ফেলে রাখা হয়েছে।  দেশের সমস্ত মহিলাদের প্রতি তাঁর আহ্বান তাঁরা এ লড়াইয়ে  যেন অংশগ্রহণ করেন। 

যদিও বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন,  দেশের মেয়েদের অগ্রগতির পক্ষে  তাঁর সরকার যথেষ্ট ভালো কাজ করেছে। তিনি  বলেছেন, এখন  দেশ নারী  উন্নয়নের পরিবর্তে  নারী পরিচালিত উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে। ভারতের ৪২% মহিলা গণিত, বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন।। বহু  মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে নিজেদের পরিবারের গ্রাসাচ্ছদনের ব্যবস্থা করছেন।  তাঁর প্রস্তাব, আগামী দিনে ইউনিকর্নের মত ১ বিলিয়ন  ডলারের সংস্থাগুলোকে  এই গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত করতে হবে। তাঁর কথায়, ৭০ শতাংশ ভারতীয় মহিলা মুদ্রা লোনের মাধ্যমে উপকৃত হয়েছেন। আজকের দিনে মহিলারা  শুধুমাত্র পরিবারের খরচ চালানো নয়, দেশের  আয় বৃদ্ধির ভিন্ন  ভিন্ন পথে  খুঁজে বার করেছেন।

আবগারি দুর্নীতি মামলায়   আপ নেতা মনীশ সিসোদিয়ার  পর  ইডির নজরে  কে কবিতা। তাঁদের অভিযোগ , বিআরএস নেতা দুর্নীতির অন্যতম একজন অংশীদার।  আগামীকাল  তদন্তকারী আধিকারিকদের প্রশ্নবাণের সম্মুখীন হবেন তিনি। কবিতার অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল চালুর  দাবিতে আন্দোলনের ডাক দেওয়ার কারণে তাঁকে হেনস্থা করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করতে চাইছে মোদি সরকার। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে  তিনি আরো বলেন, বছরের শেষে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। তাই মিথ্যা মামলায় তাঁর দলকে জড়িয়ে রাজনৈতিক  ফায়দা পেতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু  তাঁদের এ  প্রচেষ্টা সফল হবে না, দাবি কেসিআর কন্যার। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!