- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৪
মাত্র ১৬ বছর বয়সেই এভারেস্ট জয়! প্রথম ভারতীয় হিসেবে নজির কাম্য কার্তিকেয়নের

সর্বকনিষ্ঠ মহিলা ভারতীয় পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করল কাম্য কার্তিকেয়ন। মাত্র ১৬ বছর বয়সে সে এই কৃতিত্ব অর্জন করে। বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা হিসেবেও রেকর্ড গড়েছে কাম্য। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে তার কৃতিত্বের কথা জানানো হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের সর্বকনিষ্ঠ মেয়ে পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করে রেকর্ড গড়েছে কাম্য কার্তিকেয়ন। আর তিনি বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবেও নজির গড়েছে।’ মুম্বইয়ের নেভি চিলড্রেন স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কাম্য। তার বাবা সিডিআর এস কার্তিকেয়ান ২০ মে সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন। বাবার সঙ্গে এভারেস্টে আরোয়হন করে কাম্য।
কাম্যর লক্ষ্য সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করা। ইতিমধ্যেই ৬টি মাইলফলক সম্পন্ন করেছে। এবং এইবছর ডিসেম্বরে ৭ নম্বর সামিট চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন ম্যাসিফের আরোহণ করবে। সবচেয়ে কম বয়সী মেয়ে হিসেবে সেটাও একটা নজির হবে। বাবা ও মেয়েকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ দুজনের ছবি শেয়ার করে নৌবাহিনী লিখেছে: ‘নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্ট চূড়ায় সর্বকনিষ্ঠ ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়ে হওয়ার জন্য মিস কাম্য কার্তিকেয়ন অভিনন্দন জানানো হচ্ছে। কাম্য সাতটি মহাদেশের মধ্যে ছয়টি সর্বোচ্চ শৃঙ্গে চূড়ায় অপার সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। কাম্যকে সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহনের আকাঙ্ক্ষার জন্য শুভকামনা জানায়।’
❤ Support Us