Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ২০, ২০২২

কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ আবার শুরু ।

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ আবার শুরু ।

শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দিরের হকার্স কর্নার পর্যন্ত স্কাইওয়াক নির্মাণ শুরু হয়েছে। বরাদ্দ ৮০ কোটি । ২০১৮ সালে কাজ শুরু হওয়ার পর নানা সমস্যা দেখা দিচ্ছিল । বিশেষ করে ১৮৪ জন হকারের পুনর্বাসনকে ঘিরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছায় এই স্কাইওয়াক নির্মিত হচ্ছে ।

দৈর্ঘ্য ৫০০ মিটার, প্রস্থ ১০.৫ মিটার। স্কাইওয়াকে থাকবে চারটি এসকালেটর। দুটি ব্রাঞ্চ। একটি নামবে মন্দিরের উত্তর-পূর্ব প্রান্তের পুলিস কিয়স্কের কাছে, অন্যটি নামবে কালীঘাট দমকল অফিসের দিকে। আগামী বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হবে—বলেছেন কলকাতার পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকেরা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!