Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৯, ২০২৪

হায়দরাবাদকে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
হায়দরাবাদকে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের প্রথম ম্যাচেই হায়দরাবাদ এফসি–কে হারাল ৩–২ ব্যবধানে। জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা ও সল ক্রেসপো। জিতলেও অস্বস্তি থেকেই গেল লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের। কারণ বিদেশিহীন হায়দরাবাদ এফসি–র কাছে ২ গোল খাওয়াটা একেবারেই ভাল লক্ষণ নয়। সুপার কাপে রক্ষণ লালহলুদকে যথেষ্ট ভোগাবে।
যুব দল নিয়েই সুপার কাপ খেলতে এসেছে হায়দরাবাদ এফসি। দলে কোনও বিদেশি ফুটবলার নেই। এইরকম দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দাপট নিয়েই খেলার কথা। সেভাবেই শুরু করেছিল। ম্যাচের শুরু থেকেই ঝড় ক্লেইটন সিলভাদের। ম্যাচের ৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়েছিলেন নন্দ কুমার। তাঁর সেই শট বারে লেগে ফিরে আসে। ১১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ক্লেইটন। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি।
একের পর এক আক্রমণ শানিয়ে অবশ্য ৩৩ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রাকিপের সেন্টারে পা ছুঁইয়ে বল জালে পাঠান ক্লেইটন। হায়দরাবাদের তরুণ ফুটবলাররাও অবশ্য পিছিয়ে ছিলেন না। আক্রমণ তুলে নিয়ে লালহলুদ রক্ষণকে বারবার বিব্রত করছিলেন। অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে রামলানচুঙ্গার গোলে সমতা ফেরায় হায়দরাবাদ।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে আবার সেই ক্লেইটনের হাত ধরেই এগিয়ে যাওয়া ইস্টবেঙ্গলের। বক্সের বাইরে থেকে বিশ্বমানের ফ্রিকিকে গোল করেন ইস্টবেঙ্গলের এই প্রাণভোমরা। ৭৮ মিনিটে পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি।  পেনাল্টি থেকে সমতা ফেরান নিম দোরজি। যদিও এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। ২ মিনিট পরেই বোরহার কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত সল ক্রেসপো। জিতলেও রক্ষণ নিয়ে চিন্তা থেকেই গেল ইস্টবেঙ্গলে। লালচুংনুঙ্গা না থাকায় এদিন গুরসিমরাত সিং গিলকে হিজাজির সঙ্গে খেলিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। তিনি লালহলুদ রক্ষণকে ভরসা দিতে পারেননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!