Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ১১, ২০২৪

জুনের শেষেই কি কলিযুগের অন্ত ? নাগ অশ্বিনের ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
জুনের শেষেই কি কলিযুগের অন্ত ?  নাগ অশ্বিনের ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে

কল্কি। পুরাণ মতে বিষ্ণুর দশম অবতার। অনুমান করা হয়, কলি যুগের অবসানের পর ঘোড়ায় চড়ে , তরোয়াল হাতে তিনি আসবেন। শিষ্টের পালন এবং দুষ্টের দমন করবেন তিনি। কলিযুগের অন্ধকারের পতন ঘটাতে তিনি আসবেন। শ্রীমদভগবত গীতার অবতার তত্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বয়ং একথা বলে গিয়েছিলেন। সেই অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঘোর কলিকালের শেষে কল্কি অবতার এসে পৃথিবীকে উদ্ধার করবেন ।
ঠিক এই বিষয়বস্তু নিয়েই আসতে চলেছে নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এ ডি।’বৈজয়ন্তী মুভিজ’-এর পঞ্চাশ বছর উপলক্ষ্যে ছবিটি তৈরি করা হয়েছে। ট্রেলার প্রকাশ পেতেই মুগ্ধ সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন নির্দেশক। গত বছর জুলাই মাসে ছবির টিজার সামনে আসতে ছবিটিকে নিয়ে দর্শক মহলে আলোচনা শুরু হয়।গতকাল সোমবার ট্রেলার মুক্তি পেতেই এক ঘণ্টায় এক মিলিয়নের বেশি মানুষ সেটি দেখে ফেলেছেন !
‘কল্কি ২৮৯৮ এ ডি’ ছবিতে তাঁর সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন ও একটি বিশেষ চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন। তাঁর চরিত্রের নাম ‘অশ্বত্থামা।’ হিন্দু ধর্মের সাত চিরঞ্জীবীর একজন। তবে এই ছবিতে মূল চমক অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায়। ‘কল্কি’রূপি প্রভাসের বিপক্ষে ‘খলনায়ক’ তিনি। ‘কাহানি’ ছবির প্রথম সংস্করণে ‘বব বিশ্বাসের’ চরিত্র বলিউডে তাঁর জন্য একটা আলাদা জায়গা তৈরি করে দেয়। এরপর আরব সাগরের তীরে একাধিক পরিচালকের অধীনে একাধিক কাজ করেছেন তিনি।

৬০০ কোটির বাজেটে তৈরি ছবিটিতে দেখা যাচ্ছে, পৃথিবীর প্রথম ও শেষ শহর ‘কাশী’কে। শহর জুড়ে তান্ডব চালাচ্ছেন খলনায়ক শাশ্বত। শহরের বাসিন্দা ‘পদ্মা'(দীপিকা পাড়ূকোন)কে রক্ষা করে চলেছেন অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)। কারণ তিনি জানেন, ‘খলনায়ককে গোধিবে যে, পদ্মার গর্ভে বাড়িছে সে।’ অবশ্য কল্কিরূপি প্রভাসের চরিত্রের নাম ‘ভৈরব। ‘ ট্রেলারের শেষে এক ব্যক্তি নতুন যুগের সূচনার দূত হয়ে আসবেন ‘কলি রাক্ষস’, তিনি আর কেউ নন, আরেক দক্ষিনি সুপার স্টার কমল হাসান।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন এবং সিনেমাটোগ্রাফি করেছেন জোর্দজে স্টোজিলজকোভিচ, প্রযোজনায় নিতিন জিহানি চৌধুরী । আগামী ২৭ জুন দেশ জুড়ে মুক্তি পাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এ ডি’। ইতিমধ্যে মার্কিন মুলুকে অগ্রিম বুকিং চালু হয়ে গেছে। সে দেশেও এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।দক্ষিনি অভিনেতা প্রভাসের ‘বাহুবলী’ পরবর্তী চলচ্চিত্র জীবনে আর নতুন কোনও বক্স অফিস হিট ছবি আসেনি। গত বছর ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার পর দেখা যায়, প্রযোজকের পুরো টাকাই সরযূ নদীর জলে ভেসে গেছে। সিনেমার কাহিনী, প্রযুক্তির ব্যবহার, কলাকুশলীদের মেক আপ, এমনকি রামের চরিত্রে নায়ক প্রভাসের অভিনয় ও ‘লুক’ সবটাই প্রবল সমালোচনার মুখে পড়ে। শিষ্টের পালন করতে ‘কল্কি’ আসবেন কিনা জানা নেই, তবে প্রভাস নিজের ডুবন্ত কেরিয়ার কতখানি রক্ষা করতে পারবেন সেদিকে অবশ্যই নজর থাকবে সবার। তাছাড়া গ্র্যাফিক্সের পিছনে কোটি কোটি টাকা খরচ করলেই যে ফল সবসময় মিষ্টি হয় না, তার জলজ্যান্ত প্রমাণ গত বছরের মুক্তি প্রাপ্ত ছবি ‘আদিপুরুষ।’ সেক্ষেত্রে ‘কল্কি ২৮৯৮ এ ডি’ ওটিটি-প্রেমী দর্শককে কতখানি হলমুখী করতে পারল, সেদিকেও নজর থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!