Advertisement
  • দে । শ
  • জুন ৪, ২০২৪

কালনা হাসপাতালে চালু ডায়ালিসিস পরিষেবা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনা হাসপাতালে চালু ডায়ালিসিস পরিষেবা

পূরণ হল বহু দিনের দাবি। কালনার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চালু হল নিখরচার ডায়ালিসিস পরিষেবা। ২৪ ঘন্টায় ২৫ জনকে এই পরিষেবা দেওয়া যাবে বলে জানালেন হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কালনা মহকুমা হাসপাতালে সুপার স্পেশ্যালিটি বিভাগ চালু হওয়া ছাড়াও নানান আধুনিক পরিষেবা সংযুক্ত হয়েছে।

ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় আর মানুষকে বর্ধমান বা কলকাতায় ছুটতে হবে না।’ কালনা হাসপাতালে চালু আধুনিক স্বাস্থ্য পরিষেবাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, হাসপাতালে এইচডিইউ ও এসএনসিইউ ইউনিট, পাইপলাইনের মাধ্যমে বেডে বেডে অক্সিজেন পাঠানোর প্রক্রিয়া, অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, এক্স-রে-র ব্যবস্থা রয়েয়েছে।

এখানে কালনা মহকুমা ছাড়াও লাগোয়া হুগলী ও নদিয়া জেলা থেকে বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। আউটডোর ও ইনডোর মিলিয়ে রোজ গড়ে দেড় হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পান। স্বপনবাবু জানান, ‘কালনা হাসপাতালে খুব শীঘ্রই সিটি স্ক্যান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই পরিষেবা মিলবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!