- দে । শ
- জুলাই ১৬, ২০২৪
কালনায় জবরদখল রুখতে বিচ্ছিন্ন করা হলো বিদ্যুৎসংযোগ। বেআইনি পার্কিং রুখতেও কড়া পদক্ষেপ পুর প্রশাসনের

কালনা শহরে সরকারি জায়গা ও ফুটপাত দখলদারদের সরাতে মহকুমা প্রশাসনের অভিযান শুরু হল। পুরসভার যেসব রাস্তা ও জায়গা দখল হয়েছে, সেসবের মাপজোকও শুরু হয়েছে। কোনওভাবেই রাস্তার উপর যেন পার্কিং না করা হয়, সেই বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানালেন মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুণ্ডা। সেইসঙ্গে অবৈধ দোকানগুলিতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে। অভিযানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছাড়াও ছিলেন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত, উপপুরপ্রধান তপন পোড়েল, কালনা থানার আইসি সুজিৎ ভট্টাচার্য এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা।
কালনা শহরে রাস্তার দুপাশে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীরা যাতে নিজ দায়িত্বে সরে যান, সেজন্য কালনা পুরসভা লাগাতার মাইকিং করছে। তারপরেও অনেকে দোকান না সরানোয় রাস্তায় নেমেছে পুলিশ-প্রশাসন ও কালনা পুরসভা। বেশ কয়েকটি অবৈধ দোকানকে চিহ্নিত করে ৩ থেকে ৭ দিনের মধ্যে মালিকদের সরে যাওয়ার নোটিশও দেওয়া হল। প্রাথমিকভাবে অভিযান চলে কালনা শহরের সাহু সরকার মোড় থেকে চকবাজার পর্যন্ত।সরকারি জায়গায় যাতে জিনিসপত্র না রাখা হয়, দখল হয়ে থাকলে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। উপপুরপ্রধান তপন পোড়েল জানান, ‘ব্যাঙ্ক, পোস্ট অফিস, বড়ো-বড়ো দোকানগুলির মালিকদের এদিন আবেদন জানানো হয় যে কোনওভাবেই রাস্তার উপর যেন সাইকেল, মোটরসাইকেল না রাখা হয়।’ বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, সবমিলিয়ে ৫০টি অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্ত দখলদার সরে না যাওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।
❤ Support Us