Advertisement
  • দে । শ
  • জুন ২৪, ২০২৪

চলশক্তিহীন অশিতিপরকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা।পুলিশ-প্রশাসনের মানবিক ভূমিকায় খুশী কালনাবাসী

আরম্ভ ওয়েব ডেস্ক
চলশক্তিহীন অশিতিপরকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা।পুলিশ-প্রশাসনের মানবিক ভূমিকায় খুশী কালনাবাসী

মাথা গোঁজার ঠাঁই বলতে বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়। ওঠার ক্ষমতা নেই। হাঁটা-বসাতো দূর অস্ত্। বর্জ্যের মধ্যেই দিন কাটছিল বৃদ্ধার। পথ চলতি মানুষজনের কারও দয়া হলে কিছু খাবার দিতেন। বেশিরভাগই নাকে রুমাল চাপা দিয়ে চলে যেতেন। কালনার এসটিকেকে রোড লাগোয়া নিভুজি মোড়ের এই চেনা দৃশ্য বদলে গেল আচমকাই। মানবিক দৃষ্টান্তের নজির সৃষ্টি করে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল কালনার পুলিশ প্রশাসন। প্রাণে বাঁচলেন অশীতিপর বৃদ্ধ। জানা গেল, বার্ধক্য আর অসুস্থতার জোড়া ফলায় জেরবার প্রদীপ মুখার্জি নামে ওই বৃদ্ধকে কয়েকদিন আগে ভ্যানে চাপিয়ে কেউ নিভুজি মোড়ের প্রতীক্ষালয়ে ফেলে রেখে যায়। হাঁটাচলাটা করতে না পারায় প্রতীক্ষালয়ের মেঝেতেই শুয়ে থাকতেন। কারও দয়া হলে কিছু খাবার দিতেন। মেঝেতেই মল মূত্র ত্যাগ করায় দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছিল। দুর্গন্ধময়,অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলায় পড়ে থাকা ওই বৃদ্ধের খবর পৌঁছায় কালনার মহকুমাপ্রশাসনের কাছে। মহকুমাশাসক শুভম আগরওয়ালের নির্দেশে কালনা ১নং ব্লক প্রশাসনের আধিকারিকরা ও কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করলেন।

স্থানীয় সূত্রের খবর, ওই বৃদ্ধকে কালনার বেশ কিছু এলাকায় মাঝেমধ্যে দেখা গেলেও তার ঠিক কোথায় বাড়ি নিশ্চিত নয় কেউ। প্রথম দিকে ক্র্যাচ নিয়ে চলাফেরা করতেন। পরে সেই ক্ষমতাও হারিয়ে ফেলেন। তবে অনেকে বলছেন, তিনি নাকি কলকাতার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায়, কল্যাণ প্রামাণিকরা জানান, ‘কয়েকদিন আগে একটি ভ্যানে চাপিয়ে ওনাকে কেউ বিশ্রামাগারে রেখে চলে যায়। তারপর থেকে একভাবেই শুয়েছিলেন। ওইখানেই পায়খানা বাথরুম করছিলেন। আমরা জল বিস্কুট দিই। পরিবারের কেউ ওনার খোঁজখবর নেয়নি।’

কালনা ১নং ব্লকের বিডিও সুপ্রতীক সাহা জানান, ‘মহকুমাশাসকের কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কালনা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।’ পুলিশ-প্রশাসনের প্রতি এলাকার লোকজনের কৃতজ্ঞতা, ‘এমন মানবিকতা দেখালে, তবেই না পুলিশ-প্রশাসন!’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!