Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৪

পুজোর অনুদান নেবে না কালনার পূর্ব সাতগাছিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজোর অনুদান নেবে না কালনার পূর্ব সাতগাছিয়া

দুর্গাপুজোয় সরকারি আর্থিক অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিল কালনার পূর্ব সাতগাছিয়া সংহতি ক্লাব। ক্লাবের পক্ষ থেকে কালনা থানায় লিখিতভাবে এই অনুদান প্রত্যাহারের লিখিত আবেদন করা হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা হিসেবে ক্লাব কর্তৃপক্ষের দাবি, এই অর্থ গরিবের কল্যাণে ও উন্নয়নমূলক কাজে ব্যয় করলে তারা বেশি খুশি হবেন ও তৃপ্তি পাবেন।
কালনা ২নং ব্লকের পূর্ব সাতগাছিয়া সংহতি ক্লাবের দুর্গাপুজো আড়াই দশকেরও বেশি সময় ধরে আয়োজিত হচ্ছে। শুধু তাই নয়। খেলাধুলো ও সাংস্কৃতিক চেতনার বিকাশে এই ক্লাবের উল্লেখযোগ্য অবদানও রয়েছে। এই কারণে ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নের জন্য জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা অনুদানও মেলে বলে জানালেন ক্লাবের সহকারি সম্পাদক সঞ্জীব গুপ্ত। পাশাপাশি দুর্গাপুজোয় সরকারিভাবে আর্থিক অনুদান প্রথম থেকেই পেয়ে আসছে এই পুজো কমিটি। কিন্ত এ বছর থেকে সরকারের ওই আর্থিক অনুদান তারা নিতে রাজি নন। এই মর্মে কালনা থানায় লিখিতভাবে জানিয়ে দিয়েছেন বলে জানায় পূর্ব সাতগাছিয়া ক্লাব কর্তৃপক্ষ। পুজো কমিটির সম্পাদক গৌরব দাস জানান, ‘আমাদের পুজোর বাজেট মোটামুটি আড়াই লক্ষ। এবারে বাজেট আরও বেড়েছে। তবে সেটা আমরা নিজেরাই জোগাড় করে নিতে পারব।‘ পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, যেহেতু সরকারি অনুদানের টাকাটি খুব বড় অঙ্কের, সেজন্য এই টাকা গরিবদের কল্যাণমূলক কাজে ও সাধারণ মানুষের কাজে লাগুক। ক্লাব কর্তৃপক্ষ চান, অনুদানের অর্থে রাস্তাঘাট সংস্কার, যেখানে পথবাতি নেই সেখানে তা লাগানো, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থার মত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হোক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!