Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩, ২০২৪

মেঝেতেই চিকিৎসা কালনা হাসপাতালে রোগীর চাপ তীব্র

আরম্ভ ওয়েব ডেস্ক
মেঝেতেই চিকিৎসা কালনা হাসপাতালে রোগীর চাপ তীব্র

দিনের পর দিন রোগীর চাপ বেড়েই চলেছে কালনা মহকুমা হাসপাতালে। রোগীর তুলনায় শয্যা কম থাকায় হাসপাতালের মেঝেতে ম্যাট্রেস পেতেই রোগীদের চিকিৎসা চলছে। এছাড়াও একটি বেডে ২ জন, আবার দু’টি বেডকে পাশাপাশি রেখে ৩ জন রোগীকে রাখা হচ্ছে। মেল ও ফিমেল দুই মেডিসিন ওয়ার্ডেই ঠাঁই নাই ঠাঁই নাই হাল। এই পরিস্থিতির কথা মেনে নিলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেড বাড়ানো হয়েছে। কিন্তু তাতে হবে কী? হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।
উল্লেখ্য যে, কালনা মহকুমা হাসপাতালের উপর পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমাই শুধু নয়, লাগোয়া নদীয়া ও হুগলী জেলার একটা বড় অংশের রোগীরা নির্ভরশীল। স্বাভাবিক কারণেই এই হাসপাতালে বেশ চাপ রয়েছে। কয়েকদিনে রোগীর চাপ আচমকা বেড়ে যাওয়ায় মেল ও ফিমেল মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মেঝেতে ম্যাট্রেসে রেখে চিকিৎসা করা হচ্ছে। কিছুদিন আগে বেডের সংখ্যা বেড়ে ২৪০ হয়। তাতেও সামাল দেওয়া যাচ্ছে না। যদিও রোগীর চাপ কমাতে ডেঙ্গি ও জ্বরে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন হাসপাতাল সূত্রের খবর, প্রতিদিন ২০০-র বেশি রোগী ভর্তি হচ্ছে মেল ও ফিমেল মেডিসিন ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দিতে ও যথাসম্ভব রোগীকে ভর্তি করার জন্য ফ্লোর ম্যাট্রেসও রাখা হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!