Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৪

‘‌থ্রেট সিন্ডিকেট’‌ চালানোর অভিযোগে ৪০ জন ছাত্রকে বহিষ্কার করল কল্যাণী জেএনএম হাসপাতাল

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌থ্রেট সিন্ডিকেট’‌ চালানোর অভিযোগে ৪০ জন ছাত্রকে বহিষ্কার করল কল্যাণী জেএনএম হাসপাতাল

‘‌থ্রেট সিন্ডিকেট’‌ চালানোর অভিযোগে ৪০ জন ছাত্রকে বহিষ্কার করল কল্যাণী জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ মাসের জন্য এই ৪০ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের হোস্টেল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মাস বহিষ্কৃত এই ৪০ জন ছাত্র পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনও কারণে কলেজ, হস্টেল কিংবা হাসপাতাল চত্বরে ঢুকতে পারবেন না। তদন্তে দোষী প্রমানিত হলে ওই ৪০ জন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।
‘‌থ্রেট সিন্ডিকেট’‌–এর সঙ্গে অভীক দে–র নামটা জড়িয়ে গেছে। তাঁর অনুগামীরাই নাকি কল্যানীর জেএনএম হাসপাতালে ‘‌থ্রেট সিন্ডিকেট’‌ চালাতেন। অভীক দে–র অনুগামী হিসেবে উঠে এসেছে শেখ মহম্মদ আকিল, আলিম বিশ্বাস, হালিম দফাদার, বিচিত্রকান্তি বালাসহ ৪০ জনের নাম। এরা সহপাঠীদের ভয় দেখানো থেকে শুরু করে তোলাবাজি, জোর করে হোস্টেল দখল, র‌্যাগিং, প্রভৃতি নানারকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার জেএনএম হাসপাতালের কলেজ কাউন্সিলের বৈঠক বসে। অধ্যক্ষও বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকেই ৪০ জন ছাত্রের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ৪০ জন ছাত্রকে বহিষ্কার করা ছাড়াও আরও কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। ছাত্র কল্যান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এই ৪০ জন ছাত্রদের মধ্যে কেই স্টুডেন্ট বডি নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রাক্তন হোস্টেল সুপার অয়ন ঘোষ, সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখার্জিও নাকি এই ‘‌থ্রেট সিন্ডিকেট’‌–এর সঙ্গে যুক্ত রয়েছেন। এমন অভিযোগও উঠেছে। এই দুজন হাসপাতালের প্রশাসনিক কোনও পদে থাকতে পারবেন না। পরীক্ষা সংক্রান্ত কোনও কাজের সঙ্গেও যুক্ত হতে পারবেন না।
নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনেই বৃহস্পতিবার বিকেলে নবান্নের পক্ষ থেকে স্বাস্থ্যভবনে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় প্রতিটি মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় স্বাস্থ্য দফতরকে দ্রুত রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!