- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৯, ২০২৩
নিয়োগ দুর্নীতিকাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। শর্ত , তদন্তে সহযোগিতা করতে হবে। কলকাতা পুরসভা এলাকায় থাকতে হবে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না। পাসপোর্ট থাকলে নিম্ন আদালতে জমা করতে হবে।
এসএসসি দুর্নীতি মামলায় ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর টানা জেরার পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। ২০১০ সাল থেকে টানা প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিবিআইয়ের অভিযোগ। এর আগে বিশেষ সিবিআই আদালত এবং হাই কোর্টে কল্যাণময়ের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্তাব্যক্তিকে, যাঁদের মধ্যে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা।
এছাড়াও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের দুই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মানিক ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তাঁরা কেউই এখনও জামিন পাননি। কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত। এবার শর্তসাপেক্ষে হলেও মুক্তি পেলেন কল্যাণময়ও।
❤ Support Us