- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ২৬, ২০২৪
ইজরায়েল–ফিলিস্তিন যুদ্ধে দ্বৈত অবস্থান মার্কিন ভাইস–প্রেসিডেন্ট কমলা হ্যারিসের

ইজরায়েল–হামাস যুদ্ধের ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। একদিকে তিনি যেমন ইজরায়েলকে সমর্থন জানিয়েছেন, অন্যদিকে গাজা উপত্যকায় হত্যার নিন্দা করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী, বর্তমান ভাইস–প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছিলেন, ‘গত ৯ মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশুদের ছবি, মরিয়া ও ক্ষুধার্ত মানুষ নিরাপত্তার জন্য পালিয়ে যাচ্ছে, কখনও কখনও দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য বাস্তুচ্যুত হয়েছে৷ এই ভয়ঙ্কর ঘটনাগুলির দিকে আমরা তাকাতে পারি না। এসব দৃশ্য মেনে নিতে পারছি না। এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।’ গাজা উপত্যকায় অনেক বেশি পরিমান বেসামরিক মানুষের মৃত্যুর জন্য ইজরায়েলি সরকারকে দায়ী করেছেন হ্যারিস এবং বলেছেন, ‘আমি চুপ থাকব না।’ গাজার অস্তিত্বের অধিকারের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। ফিলিস্তিনি জনগণকে প্রয়োজনীয় ত্রাণ প্রদান করার কথাও শোনা গেছে হ্যারিসের মুখে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে কমলা হ্যারিসের সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকে নেতানিয়াহুকে সাহায্যের প্রতিশ্রুতি দেন মার্কিন ভাইস–প্রেসিডিন্ট। নেতানিয়াহু হোয়াইট হাউস ত্যাগ করার পর হ্যারিস বলেন, ‘সবাই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে, এবং যারা শান্তির জন্য আকাঙ্ক্ষিত, আমি তাদের কথা শুনছি। ইজরায়েলকে রক্ষা করতে হবে। ইজরায়েলের সুরক্ষা নিশ্চিত করার জন্য চুক্তি করার সময় এসেছে। চুক্তিটি সম্পন্ন করা যাক যাতে আমরা যুদ্ধ শেষ করতে পারি। আসুন আমরা সবাই মিলে জিম্মিদের মুক্ত করি। ৭ই অক্টোবর, হামাস যখন এই যুদ্ধের সূচনা করেছিল, তখন ৪৪ জন আমেরিকানসহ ১২০০ নিরীহ মানুষকে হত্যা করেছিল। জনকে জিম্মি করেছে।’
❤ Support Us