Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৪

‌কৃষক আইন প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানওয়াতের, দলের সায় নেই

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কৃষক আইন প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানওয়াতের, দলের সায় নেই

হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে আবার দলকে বিপাকে ফেললেন বিজেপি সাংসদ কঙ্গনা রাড়ওয়াত। হিমাচল প্রদেশের মান্ডির লোকসভা কেন্দ্রের বিজেপি–র এই সাংসদ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার ২০২১ সালে যে তিনটি কৃষক আইন প্রত্যাহার করে নিয়েছিল, তা আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত। কঙ্গনা রানওয়াতের এই মন্তব্যে সায় নেই বিজেপি–র। দলের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, এটা দলের মত নয়।
হিমাচল প্রদেশের মান্ডিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কঙ্গনা রানওয়াত বলেন, ‘২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ব্যাপক আন্দোলনের পরে যে খামার আইনগুলি বাতিল করেছিল, তা ফিরিয়ে আনা উচিত। কৃষকদের নিজেরাই এই দাবি করা উচিত। কৃষকরা দেশের উন্নয়নের শক্তির স্তম্ভ। আমি তাদের কাছে আবেদন করতে চাই, নিজেদের ভালোর জন্য আইন ফিরিয়ে দিন। আমি জানি এটা বিতর্কিত হবে। তবে আমি মনে করি খামার আইন ফিরিয়ে নেওয়া উচিত।’‌
বিজেপি–র মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন যে, এই মন্তব্য কঙ্গনা রানওয়াতের একান্ত ব্যক্তিগত মন্তব্য। তিনি বলেন, ‘‌কঙ্গনা রানওয়াত বিজেপি–র পক্ষে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য অনুমোদিত নয়। এটি খামারের বিল সম্পর্কে বিজেপির দৃষ্টিভঙ্গি তুল ধরে না।’‌ এরপর গৌরব ভাটিয়ার বিবৃতির প্রতিক্রিয়া কঙ্গনা বলেন, ‘‌খামার আইন সম্পর্কে আমার মতামত ব্যক্তিগত। এই ব্যাপারে দলের অবস্থান সম্পূর্ণ আলাদা।’‌
বিতর্কিত মন্তব্য করার ব্যাপারে কঙ্গনার দারুণ ‘‌সুনাম’‌ আছে। এর আগে বিতর্কিত মন্তব্য করে দলের কাছে তিরস্কৃতও হয়েছেন। আগের মাসে তিনি বলেছিলেন, ‘‌কেন্দ্র কঠোর ব্যবস্থা না নিলে কৃষকদের বিক্ষোভ আন্দোলনে ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি দেখা দিতে পারত।’‌ ২০২০ সালে কৃষকদের বিক্ষোভ যখন তুমুল আকার ধারণ করেছিল, সেই সময় কঙ্গনা পাঞ্জাবের একজন মহিলা কৃষককে ভুল পরিচয় দিয়েছিলেন এবং তাকে বিলকিস বানো বলে অভিহিত করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!