- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২২, ২০২৩
জাঁকজমকভাবে শুরু হল কন্যাশ্রী কাপ, প্রথম ম্যাচেই ১১ গোল ইস্টবেঙ্গলের
বাংলার মহিলা ফুটবলে নতুন দিগন্ত খুলে দিয়েছে কন্যাশ্রী কাপ। গত দু’বছরে এই প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন অনেক প্রতিভা। কয়েকজন আবার জাতীয় ক্লাব পর্যায়েও দাপিয়ে খেলছেন। আরও নতুন প্রতিভা তুলে নিয়ে আসার লক্ষ্যে বুধবার থেকে শুরু হল এবছরের প্রতিযোগিতা। বুধবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে জাঁকজমকভাবে উদ্বোধন হল এবারের কন্যাশ্রী কাপের।
আইএফএ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়েজিত এই প্রতিযোগিতায় মোট ১৫টি দল অংশ নিচ্ছে। ১৫টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটা গ্রুপে রয়েছে ৮টি দল। অন্য গ্রুপে রয়েছে ৭টি দল। এদিন ইস্টবেঙ্গল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫টি দলের ফুটবলাররাই হাজির ছিলেন। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন মানস ভট্টাচার্য, অমিত ভদ্র, বিকাশ পাঁজি, শান্তি মল্লিক, কুন্তলা ঘোষ দস্তিদার, শুক্লা দত্তর মতো প্রাক্তন ফুটবলাররা। আইএফএ, ইস্টবেঙ্গল, মহমেডানের শীর্ষ কর্তাও হাজির ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যগত নৃত্যের সঙ্গে ছিল কুচকাওয়াজ। প্রতিযোগিতার উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘এই কন্যাশ্রী কাপ হল প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মহিলা ফুটবলারদের প্রতিষ্ঠা পাওয়ার মঞ্চ। আইএফএ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। আশা করছি আগের বছরের মতো এবারও সফল হবে। প্রতিযোগিতা আয়োজনের জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতা করছে।’
এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। ইস্টবেঙ্গল ১১–১ ব্যবধানে উড়িয়ে দেয় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। লালহলুদের হয়ে হ্যাটট্রিক করেন তুলসী হেমব্রম। দুটি করে গোল করেন সারজিদা খাতুন, সোনালি মণ্ডল ও সুলঞ্জনা রাউল।
❤ Support Us